প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / টিভিতে নাটক সিনেমা বা গান ইত্যাদি দেখার সময় মুখে মুখে জিকির দরূদ পড়া যাবে?

টিভিতে নাটক সিনেমা বা গান ইত্যাদি দেখার সময় মুখে মুখে জিকির দরূদ পড়া যাবে?

প্রশ্ন

টিভিতে নাটক সিনেমা বা গান ইত্যাদি দেখার সময় মুখে মুখে জিকির দরূদ ইত্যাদি পড়ার হুকুম কী?

উত্তর

بسم الله الرحمن الرحيم

টিভি দেখার সময় জিকির দরূদ ইত্যাদি পড়া জায়েজ নেই। জিকিরকারী গোনাহগার হবে। কারণ, এর মাধ্যমে আল্লাহর নামের অপমান হয়। কারণ এটা সুষ্পষ্টভাবেই আল্লাহর নামে ঠাট্টার নামান্তর।

وقد يأثم بالتسبيح، والتحميد، وقرأة القرآن، والأحاديث النبوية، وعلم الفقه إذا فعله فى مجلس الفسق، وهو يعلمه لما فيه من الإستهزاء، والمخالفة لموجبه (الفتاوى الهندية، كتاب الكراهية، الباب الرابع فى الصلاة والتسبيح-5/315، جديد-5/363، ملتقى الأبحر، كتاب الكراهية، فصل فى المتفرقات-4/219)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia201[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *