প্রশ্ন
যাকাত এবং ফিতরা কি-বাসায় কাজ করা সাহায্যকর্মী, দারোয়ান, ড্রাইভার, অফিসের পিয়ন, ক্লিনার, দারোয়ান- এই শ্রেণীর মানুষদের দেওয়া যাবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি তারা যাকাত গ্রহণের হকদার হয় তাহলে তাদের যাকাত হিসেবে তা প্রদান করা জায়েজ আছে। তবে তাদের কাজের পারিশ্রমিক হিসেবে যাকাত প্রদান জায়েজ নয়।
বরং পারিশ্রমিক আলাদা প্রদান করতে হবে। যদি পারিশ্রমিক হিসেবে যাকাত প্রদান করা হয়, তাহলে যাকাত আদায় হবে না।
ويشترط أن يكون الصرف تمليكا لا إباحة الخ (الدر المختار مع رد المحتار، كتاب الزكاة، باب الصرف-3\291)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমু
ইমেইল– ahlehaqmedia201