প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / মজী বের হলে কি গোসল করতে হয়?

মজী বের হলে কি গোসল করতে হয়?

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আমি একজন ছাত্র। বয়স ২৩ এবং অবিবাহিত। ইদানিং লক্ষ্য করছি, প্রায়শই গোসল করা শেষে বিশেষ অঙ্গ দিয়ে মযী বের হচ্ছে। আমি হস্তমৈথুন করি না ও যথাযথ অশ্লীলতা থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ।

আমার শারিরীক অবস্থা তেমন ফিট না। একেবারে চিকন শরীর। কিন্তু উত্তেজনা প্রবল। উত্তেজনা প্রশমনের জন্য রোজা রাখলে এমন হয় যে, পরবর্তী কয়দিন অসুস্থতা ও দুর্বলতা বোধ করি।

এখন সমস্যা হচ্ছে, গোসল শেষ করে সাথে সাথে সালাতের জন্য মসজিদে যাওয়া সম্ভব হচ্ছে না।  কারণ, মযী অনেকক্ষণ ধরে বের হচ্ছে এবং আমাকে বাধ্য হয়ে অপেক্ষা করতে হচ্ছে তা বন্ধ হওয়া পর্যন্ত। আবার, এ কারণে সর্বদা অজু ও পবিত্র পোশাকে থাকতে পারছি না। সন্দেহবাতিক হয়ে যাচ্ছি যে কখন বা নিজের অজান্তে মযী বের হয়ে পোশাক অপবিত্র হয়ে যায় কি না।

এমতাবস্থায়, গোসলের ক্ষেত্রে শরিয়তের হুকুম কি হবে?

১. গোসলের নিয়ত করে গোসল শেষে বা গোসলের মাঝখানে মযী বের হলে উক্ত গোসল আবার করতে হবে কি?

২. মযী বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করার দরুণ যদি জামাত ছুটে যায় বা সালাতের নির্ধারিত সময় চলে যায় তবে গুনাহ হবে কি?

৩. এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমার করনীয় কি?

অনুগ্রহ করে জানাবেন।।

আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

মজী বের হবার দ্বারা গোসলের কোন সমস্যা নেই। গোসল পূর্ণ হয়ে যাবে। তবে আবার অজু করতে হবে।

সময় হলে জামাত ও নামায পড়ে নিবেন। তবে যদি মাঝখানে মজী বের হয়, তাহলে আবার অজু করে নামায পড়ে নিবেন। মজীর জন্য জামাত ও নামাযের অপেক্ষা করা দরকার নেই।

অনিচ্ছায় যদি কখনো জামাত ছুটে যায়, বা নামায ছুটে যায় তাহলে কাযা করে নিবেন। ইনশাআল্লাহ ওজুরকে রব্বে কারীম ক্ষমা করে দিবেন।

দ্রুত ডাক্তারের শরণাপন্ন হোন। এভাবে মজী বের হতে থাকলে আপনি শারিরীকভাবে অসুস্থ্য হয়ে যাবেন।

আল্লাহ তাআলা আপনাকে সকল অসুস্থ্যতা থেকে মাহফূজ রাখুন।


عَنْ عَلِيٍّ، قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ رَجُلًا أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِمَكَانِ ابْنَتِهِ، فَسَأَلَ فَقَالَ: «تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ»

‘আলী (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমার অধিক মযী বের হতো। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কন্যা আমার স্ত্রী হবার কারণে আমি একজনকে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এ বিষয়ে জিজ্ঞেস করার জন্য পাঠালাম। তিনি প্রশ্ন করলে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ উযূ কর এবং লজ্জাস্থান ধুয়ে ফেল। [সহীহ বুখারী, হাদীস নং-২৬৯]

عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «هُوَ الْمَنِيُّ وَالْمَذْيُ وَالْوَدْيُ» فَأَمَّا الْمَذْيُ وَالْوَدْيُ فَإِنَّهُ يَغْسِلُ ذَكَرَهُ وَيَتَوَضَّأُ , وَأَمَّا الْمَنِيُّ , فَفِيهِ الْغُسْلُ 

ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, মনী, মজী, ওদী। এর মাঝে মজী এবং ওদী বের হলে গোপনাঙ্গ ধৌত করে ওজু করে নিতে হবে। আর মনী বের হলে গোসল করতে হবে। [তাহাবী শরীফ, হাদীস নং-২৫৯]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

One comment

  1. Mash Allah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *