প্রশ্ন
আসসালামু আলাইকুম।
আমরা জানি যে, বাদ্যযন্ত্র হারাম। দফ বাদে। যদিও তা বিশেষ শর্তে হালাল।
এমতাবস্থায় আমরা হালাল রিংটোন কি সেট করবো? কারণ রিংটোন বাদ্যের শব্দই হয়ে থাকে।
উত্তর জানালে উপকৃত হবো।
জাযাকাল্লাহু খাইরান।
উত্তর
وعليكم السلام رحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সব রিংটোনই বাদ্যযন্ত্রের আওয়াজ একথা ঠিক নয়। অনেক রিংটোন আছে যা বাদ্যযন্ত্র ছাড়া অন্য কিছুর আওয়াজ। রিংটোন হিসেবে গান ও বাদ্যযন্ত্রের আওয়াজ ছাড়া সাধারণ শব্দাবলীর রিংটোন ব্যবহার করবে।
বাদ্যসহ রিংটোনের ব্যবহার শরীয়তসম্মত নয়।-সহীহ মুসলিম ২/২০২; মুসতারাকে হাকেম : ৬৯০৮; ইসলাম আওর মূসিকী, মুফতী মুহাম্মাদ শফী রহঃ।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]