প্রশ্ন
আমার জানার বিষয় হল। মসজিদের ক্রয় করা জায়গায়। গাড়ি পার্কিং করার জন্য তৈরী করিলে মুসল্লিদের জন্য। মুসল্লি ছাড়া যে কোন লোক গাড়ি পার্কিং করিতে পারিবে কি না নামাজের সময় অথবা অন্য যেকোন সময়। দয়া করে উত্তরে দিবেন অপেক্ষায় রহিলাম।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি মসজিদ কর্তৃপক্ষের অনুমতি থাকে, তাহলে পারবে। তবে না করাই উচিত।
يجوز لهم أن يبنوا خارج المسجد من المساكين ما كان مصالحة لأهل الاستحقاق الخ (فتاوى ابن تيمية-31/258
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]