প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / অর্থের বিনিময়ে মেয়ে ক্রয় করার দ্বারা তার সাথে শারিরিক সম্পর্ক করা জায়েজ হয়ে যায়?

অর্থের বিনিময়ে মেয়ে ক্রয় করার দ্বারা তার সাথে শারিরিক সম্পর্ক করা জায়েজ হয়ে যায়?

প্রশ্ন

আমার খুব কাছের এক বন্ধু ৪ বছর আগে কিছু জমির বিনিময়ে এক কৃষকের ১২ বছর বয়সি কন্যাকে  নিয়ে নেয়। গত এক বছর  যাবত ঐ মেয়েটির সাথে শারিরীক সম্পর্ক রাখছে। শুধু তাই নয় এটাকে বৈধ  বলে চালিয়ে দিচ্ছে। এটাকি পরিষ্কার না যে সে জিনা করছে?

প্রশ্নকর্তা- সাঈদ ইসলাম

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি শরয়ী পদ্ধতি বিবাহ করা ছাড়াই উক্ত মেয়েকে নিয়ে শারিরিক সম্পর্ক করে থাকে, তাহলে লোকটি সুনিশ্চিতভাবেই জিনা করছে। জিনা খুবই মারাত্মক গোনাহ। আর জিনার মত গোনাহকে যদি জায়েজ বলে থাকে, তাহলে লোকটির ঈমান চলে গেছে। কারণ হারামকে হালাল মনে করা কুফরী। তার আবার কালিমা পড়ে ইসলাম গ্রহণ করতে হবে।

আপনার বন্ধুকে এখনি পরামর্শ দিন যেন সে তওবা করে মেয়েটিকে বিয়ে করে নেয়। নতুবা আখেরাতে তার জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে।

وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا (32

তোমরা যিনার নিকটবর্তীও হয়ো না। কেননা, তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। {সূরা বনী ইসরাঈল-৩২}

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا (36)

আল্লাহ ও তাঁর রাসূল কোন বিসয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার নেই। কেউ আল্লাহ এবং তাঁর রাসূলকে অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে। {সূরা আহযাব-৩৬}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

অযুতে কনুই ধৌত না করে নামায পড়লে নামায আদায় হবে কি?

প্রশ্ন আসলে আমি অযু করে নেওয়ার সময় আমার হাতের কনুইয়ের উপর ও উপরিভাগে পানি লাগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *