প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / ইভ্যালিতে নগদ মূল্য পরিশোধ করে বাকিতে কমদামে পণ্য ক্রয় করার হুকুম কী?

ইভ্যালিতে নগদ মূল্য পরিশোধ করে বাকিতে কমদামে পণ্য ক্রয় করার হুকুম কী?

প্রশ্ন

মুহতারাম,

আসসালামু আলাইকুম

আমি ইভ্যালি নামক একটি অনলাইন শপে (সাইক্লোন অফার) নামক একটি অফারে একটি বাইক অর্ডার করছি। বাইকটির মার্কেটে দাম ১ লক্ষ ৭৬ হাজার টাকা তারা আমকে দিচ্ছে মাত্র ৯৬ হাজার টাকায় শর্ত হচ্ছে টাকা আগে জমা দিতে হবে এবং জমা দেওয়ার ৩মাসের মধ্যে বাইকটি ডেলিভারী দিবে।এখন আমার প্রশ্ন এই পদ্ধতিতে পণ্যটি কেনা কী আমার জন্য জায়েয আছে কী না?

জায়েয না থাকলে , আমার এখন করণীয় কী?? আমার ৯৬ হাজার টাকা কী পানিতে গেল??

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি আপনার অর্ডারকৃত হুবহু বাইক ইভ্যালি কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মাঝে হস্তান্তর করে তাহলে উক্ত ক্রয়বিক্রয়টি শুদ্ধ হিসেবে গৃহিত হবে।

এভাবে আগে মূল্য এবং নির্ধারিত সময়ে পরবর্তীতে পণ্য গ্রহণ পদ্ধতি জায়েজ। কোন সমস্যা নেই।

“ولا يصح السلم عند أبي حنيفة رحمه الله إلا بسبع شرائط: جنس معلوم” كقولنا حنطة أو شعير “ونوع معلوم” كقولنا سقية أو بخسية “وصفة معلومة” كقولنا جيد أو رديء “ومقدار معلوم” كقولنا كذا كيلا بمكيال معروف وكذا وزنا “وأجل معلوم” والأصل فيه ما روينا والفقه فيه ما بينا “ومعرفة مقدار رأس المال إذا كان يتعلق العقد على مقداره” كالمكيل والموزون والمعدود “وتسمية المكان الذي يوفيه فيه إذا كان له حمل ومؤنة” (هداية، كتاب البيوع، باب السلم-3/95، الجوهرة النيرة، امدادية ملتان-1/266، دار الكتب ديوبند-1/259، الدر المختار مع رد المحتار-7/461-464)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *