প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / যে পশুর জন্মগতভাবেই অণ্ডকোষ নেই এমন পশু কুরবানী দেয়া যাবে কি?

যে পশুর জন্মগতভাবেই অণ্ডকোষ নেই এমন পশু কুরবানী দেয়া যাবে কি?

প্রশ্ন

যে পশুর জন্মগতভাবেই অণ্ডকোষ নেই। এমন পশু কুরবানী দেয়া যাবে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

অণ্ডকোষ জন্মগতভাবে না থাকুক বা পরবর্তীতে কেটে ফেলা হোক। সর্বাবস্থায়ই উক্ত পশু দিয়ে কুরবানী করা জায়েজ।

ويضحى بالجماء والخصى، (رد المحتار، كتاب الأضحية-9\467، البحر الرائق-8\323، تاتارخانية-17\426، رقم-2771)

والخصى أفضل من الفحل لأنه أطيب لحما (الفتاوى الهندية-قديم-5\399، جديد-5\345، تاتارخانية-17\434، رقم-27743)

وعندهم أيضا سواء كان فوات الجزء خلقة أو كان طاريا بقطع فجائز (الموسوعة الفقهية-19\125)

تجوز الجماء والخصى (تبيين الحقائق-6\479)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *