প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / অপবিত্র নারী পুরুষের জন্য দুআ হিসেবে কুরআনের আয়াত পড়ার হুকুম কী?

অপবিত্র নারী পুরুষের জন্য দুআ হিসেবে কুরআনের আয়াত পড়ার হুকুম কী?

প্রশ্ন

অপবিত্র নারী পুরুষের জন্য দুআ হিসেবে কুরআনের আয়াত পড়ার হুকুম কী? যেমন রাতে ঘুমাতে যাবার সময় সূরা ফালাক ও সূরা নাস পড়া ইত্যাদি।

উত্তর

بسم الله الرحمن الرحيم

দুআ হিসেবে পড়তে কোন সমস্যা নেই। তিলাওয়াত হিসেবে পড়া নিষিদ্ধ। কিন্তু দুআ হিসেবে পড়ার অনুমতি আছে।

ولا بأس لحائض وجنب بقرءة أدعية ومسها وحملها (الدر المختار، كتاب الطهارة، باب الحيض-1\488، حلبى كبير-59، الفتاوى الهندية-1\39، جديد-1\92-93

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

স্ত্রীকে ‘তুমি তোমার মায়ের মতো’ বললে কি যিহার হয়?

প্রশ্ন আসসালামু আলাইকুম হুজুর। আমার স্ত্রী রা ৩ ভাই বোন। আমার স্ত্রী কে আমি বলতেছি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *