প্রচ্ছদ / প্রশ্নোত্তর / পায়খানার সাথে রক্ত গেলে রোযা ভেঙ্গে যায়?

পায়খানার সাথে রক্ত গেলে রোযা ভেঙ্গে যায়?

প্রশ্ন

আসসালামু আলাইকুম

রোজা অবস্থায় পায়খানার সাথে তাজা রক্ত বেরিয়ে গেলে রোজা ভঙ্গ হবে কি?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

না, রোযা ভঙ্গ হবে না।

হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত,

 فقال إنما الوضوء مما يخرج وليس مما يدخل، وإنما الفطر مما دخل وليس مما خرج.

শরীর থেকে (কোনো কিছু) বের হলে অযু করতে হয়, প্রবেশ করলে নয়। পক্ষান্তরে রোযা এর উল্টো। রোযার ক্ষেত্রে (কোনো কিছু শরীরে) প্রবেশ করলে রোযা ভেঙ্গে যায়, বের হলে নয় (তবে বীর্যপাতের প্রসঙ্গটি ভিন্ন)।-সুনানে কুবরা, বায়হাকী ৪/২৬১, হাদীস নং-৫৬৭, আলমু’জামুল কাবীর, তাবারানীকৃত, হাদীস নং-৯২৩৭, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদীস নং-৬৫৮]

হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ

إِنَّمَا الْإِفْطَارُ مِمَّا دَخَلَ وَلَيْسَ مِمَّا خَرَجَ

কোন কিছু প্রবেশ করার দ্বারা রোযা ভেঙ্গে যায়, বের হবার দ্বারা নয়। [মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-৪৬০২]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

মোবাইল ঘড়ি বা ইলেক্ট্রনিক সামগ্রিতে নাপাক লাগলে কিভাবে পাক করবে?

প্রশ্ন আস সালামু আলাইকুম, যে সকল জিনিস পানি দ্বারা ধৌত করা যায় না, সে সকল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *