আহলে হক বাংলা মিডিয়া সার্ভিসের পরিচয়
السلام عليكم ورحمة الله وبركاته
মিডিয়া অঙ্গনে অনেক আগে থেকেই অভাব ছিল আহলে হকের পক্ষে শক্তিশালী মিডিয়ার। আমাদের কাছে মিডিয়া না থাকার কারণে সকল বাতিল শক্তি হক ও হক্কানিয়্যাত সম্পর্কে অবলীলায় মিথ্যা সংবাদ ও অসত্য কথন ছড়িয়ে আসছে।
এহেন মুহুর্তে সকল মত ও পথের উপর দ্বীনকে বিজয়ী করার কুরআনিক আদেশ পালনার্থে প্রয়োজন ছিল অনলাইন ও মিডিয়ার মাধ্যমে দ্বীনের সঠিক ব্যাখ্যাকে জাতির সামনে উপস্থাপন করা।
সেই প্রেরণা থেকেই যাত্রা শুরু হল আহলে হক বাংলা মিডিয়া সার্ভিসের।
স্বপ্নটি বাস্তবায়নের জন্য পাড়ি দিতে হবে অনেক পথ। মাথায় নিতে হবে এক বিশাল বোঝা। কিন্তু আল্লাহ তাআলা যদি কোন কিছুকে সহজ করে দেন, তাহলে দুনিয়ার তাবৎ কিছু মিলেও সে পথকে দুর্গম করতে পারে না। আর আল্লাহ তাআলা কোন পথকে দুর্গম করে দিতে চাইলে, পৃথিবীর সকলে মিলে সেই পথকে সুগম করতে পারবে না।
প্রাতিষ্ঠানিক রূপে বাতিলপন্থীদের মুকাবিলার প্রত্যয় নিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করে অফিস নেয়া হয়েছে।
দলীলভিত্তিক আকায়েদ ও মাসায়েল কোর্স, মতভেদপূর্ণ মাসআলা মাসাআয়েলের দলীলভিত্তিক অডিও ভিডিও প্রকাশেরও নেয়া হয়েছে পদক্ষেপ। ইতোমধ্যে বিষয়ভিত্তিক আলোচনা সম্বলিত বেশ ক’টি রেকর্ডিংয়ের কাজও সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ!
সকলের আন্তরিক দুআর আবেদন থাকবে। আল্লাহ তাআলা যেন বাতিলের এ জোয়ারের মাঝে হক ও হক্কানিয়্যাতকে দ্বিধাহীনভাবে প্রচারের তৌফিক দান করেন।
মিডিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের মনোনীত দ্বীনের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করে আল্লাহ রাব্বুল আলামীনের রেজামন্দী হাসিল করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন। আমীন।
সকলের জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামণা।
যোগাযোগ ও পরামর্শ পাঠানোর ঠিকানা
লুৎফুর রহমান ফরায়েজী
তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার
(একটি আহলে হক মিডিয়া প্রয়াস)
১৫০/সি,ওয়াপদা রোড পশ্চিম রামপুরা, ঢাকা।
[রামপুরা পাওয়ার হাউজের দক্ষিণ পাশের ৬ষ্ঠ তলা]
একাউন্ট এড্রেস
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ রামপুরা শাখা
লুৎফুর রহমান ফরাজী আকরাম
সঞ্চয়ী হিসাব নং- ২১৬৬৩।
বিকাশ– ০১৭২৩৭৮৫৯২৫।
মেইল-[email protected]
মোবাইল-০১৭২৩৭৮৫৯২৫।
thanks, many many thank’s for Sharpe to original view of islam .