প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / স্ত্রীকে নিয়ত ছাড়া ‘সাইন করে যাও’ বলার পর সাইন না করে চলে গেলে তালাক হবে কি?

স্ত্রীকে নিয়ত ছাড়া ‘সাইন করে যাও’ বলার পর সাইন না করে চলে গেলে তালাক হবে কি?

প্রশ্ন

From: মোঃ হাবিবুর রহমান
বিষয়ঃ তালাকের মাসআলা

প্রশ্নঃ
মোবাইলে স্ত্রী স্বামীর নিকট ফোন করে তার বাপের বাড়ী যাওয়ার জন্য পিড়াপীড়ি করলে স্বামী তালাকের নিয়ত না করে স্ত্রীকে স্বাক্ষর দিয়ে যেতে বলে। স্ত্রী স্বাক্ষর না করে বাপের বাড়ী যায়। এতে কী তালাক হবে ?

উত্তর

بسم الله الرحمن الرحيم

না, এর দ্বারা কোন তালাক পতিত হবে না। কারণ, এতে তালাকের কোন কারণ বিদ্যমান নেই।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামী ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …