প্রশ্ন
From: এম. আর. করিম
বিষয়ঃ নামায
প্রশ্নঃ
আসসালামুয়ালাইকুম। অনেক সময় স্ত্রীর সাথে কথা বলাতে (স্পর্শ না করেই) কিংবা বাহিরে কোন মেয়েকে অশ্লীল অবস্থায় দেখলে নিজের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছুক্ষন পর বীর্য এর মত পানি চলে আসছে কিন্তু বের হয়ে পড়ে নাই। এই অবস্থায় গোসল ফরজ হয়েছে কি?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি না বের হয়ে থাকে, তাহলে অযু বা গোসল কোনটিই আবশ্যক হবে না।
إِنَّمَا الْمَاءُ مِنَ الْمَاءِ
তথা পানি [বের হবার দ্বারা] পানি {শরীরে ঢালা তথা গোসল] আবশ্যক হয়। {সহীহ মুসলিম, হাদীস নং-৩৪৩}
عن على رضى الله عنه مرفوعا قال: انما الغسل من الماء الدافق (السنن الكبرى للبيهقى، كتاب الطهارة، باب وجوب الغسل بخروج المنى-1/282، رقم-811)
وفى رواية عنه: إذا فضخت الماء فاغتسل (سنن النسائى-1/23ـ رقم-193
وامعانى الموجبة للغسل إنزال المنى على وجه الدفق والشهوة (هداية-1/32
عَنْ عَلِيٍّ، قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ رَجُلًا أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِمَكَانِ ابْنَتِهِ، فَسَأَلَ فَقَالَ: «تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ»
‘আলী (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমার অধিক মযী বের হতো। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কন্যা আমার স্ত্রী হবার কারণে আমি একজনকে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এ বিষয়ে জিজ্ঞেস করার জন্য পাঠালাম। তিনি প্রশ্ন করলে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ উযূ কর এবং লজ্জাস্থান ধুয়ে ফেল। [সহীহ বুখারী, হাদীস নং-২৬৯]
عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «هُوَ الْمَنِيُّ وَالْمَذْيُ وَالْوَدْيُ» فَأَمَّا الْمَذْيُ وَالْوَدْيُ فَإِنَّهُ يَغْسِلُ ذَكَرَهُ وَيَتَوَضَّأُ , وَأَمَّا الْمَنِيُّ , فَفِيهِ الْغُسْلُ
ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, মনী, মজী, ওদী। এর মাঝে মজী এবং ওদী বের হলে গোপনাঙ্গ ধৌত করে ওজু করে নিতে হবে। আর মনী বের হলে গোসল করতে হবে। [তাহাবী শরীফ, হাদীস নং-২৫৯]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামী ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।