প্রচ্ছদ / ওয়াকফ/মসজিদ/ঈদগাহ / এক মসজিদের মিম্বর প্রয়োজন না থাকায় অন্য মসজিদে ব্যবহার করা যাবে?

এক মসজিদের মিম্বর প্রয়োজন না থাকায় অন্য মসজিদে ব্যবহার করা যাবে?

প্রশ্ন

এক মসজিদের কাঠের বানানো মিম্বার প্রয়োজন না থাকার কারণে অন্য মসজিদে দেয়া জায়েজ আছে কিনা?

উত্তর

بسم الله الرحمن الرحيم

এক মসজিদের কাঠের মিম্বার প্রয়োজন না থাকলেও অন্য মসজিদে দেয়া জায়েজ হবেনা। বরং বিক্রি করে মসজিদের অন্য কোন কাজে ব্যয় করবে, বা সংরক্ষণ করে রাখবে, যাতে প্রয়োজনে মসজিদের কাজে ব্যয় করতে পারে।

فى رد لمحتار- ولكن علمت أن المفتى به قول أبى يوسف أنه لا يجوز نقل ماله إلى مسجد آخر (الفتاوى الشامية-6/548-550)

প্রামান্য গ্রন্থাবলী

১. ফাতওয়ায়ে শামী-৬/৫৪৮-৫৫০

২. ফাতওয়ায়ে হিন্দিয়া-২/৪৫৮-৪৫৯

৩. ফাতওয়ায়ে বাযযাযিয়্যাহ আলা হামিশীল হিন্দীয়া-৬/২৭০-২৭১

৪. তাবয়ীনুল হাকায়েক-৪/২৭২-২৭৩

৫. আল বাহরুর রায়েক-৫/৪২২-৪২৩

৬. ইমদাদুল মুফতীন-২/৬৪১

৭. ফাতওয়া মাহমুদিয়া-২১/২৭৪-২৭৫

৮. ফাতাওয়া রহিমীয়া-৯/১২৯

৯. মাসায়েলে মসজিদ-১৮০

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামিয়া ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …