প্রচ্ছদ / কিতাব/বই ও লেখক পরিচিতি / কিতাব পাঠান ও নিরবচ্ছিন্ন সওয়াবের অংশীদার হোন!

কিতাব পাঠান ও নিরবচ্ছিন্ন সওয়াবের অংশীদার হোন!

প্রথমেই একটি হাদীস পড়িঃ

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন ব্যক্তি মারা যায়, তখন তার আমলের পথ রুদ্ধ হয়ে যায়। তবে তিনটি আমল বন্ধ হয় না। এক হল, সদকায়ে জারিয়া, দুই হল, ঐ ইলম যা দ্বারা অন্যরা উপকৃত হয়, তৃতীয় হল, নেক সন্তান যে, তার জন্য দুআ করে। [সহীহ মুসলিম, হাদীস নং-১৬৩১, সুনানে আবু দাউদ, হাদীস নং-২৮৮০]

এ হাদীস থেকে আমরা বুঝতে পারি যে, মৃত্যু এমন এক কঠিন জগত। যেখানে যাবার পর আর কোন আমলের সুযোগ নেই। সুযোগ নেই, নেই ভুলগুলো শুধরে এবং আমল বাড়িয়ে হাশরের ময়দানে মুক্তির ব্যবস্থা করা।

কিন্তু তিনটি পদ্ধতি দ্বারা মৃত্যুর পরও আমল জারী থাকে। অর্থাৎ কবরে বসে থেকেও আমলের সওয়াব পাওয়া যায়। কিয়ামত পর্যন্ত আমল করলে যত সওয়াব হবে, কিছু কাজের দ্বারা সেই সওয়াবের অধিকারী হওয়া যায়।

এর মাঝে একটি হল, সদকায়ে জারিয়া আরেকটি হল ইলমী কাজ রেখে যাওয়া।

কোন ব্যক্তির মাধ্যমে উপরোক্ত কাজ হওয়া মানে উক্ত ব্যক্তি কিয়ামত পর্যন্তের জন্য সওয়াবের রাস্তা খুলে দিলো। এটা কেবলি ভাগ্যবান ব্যক্তিদের নসীবেই জুটবে এটাই স্বাভাবিক। পয়সা থাকলেই, সুযোগ থাকলেই সকলের জন্য এত বড় নিয়ামত অর্জনের তৌফিক হবে না।

মাদরাসা মসজিদে যায়গা দেয়া, মাদরাসা মসজিদে অনুদা দেয়া, কিতাব প্রদান করা এটা অনেক বড় সদকায়ে জারিয়া। এ মহান পূণ্যকাজের তৌফিক কেবল ভাগ্যবানদের নসীবেই জুটে থাকে।

কিতাব প্রদান করুন! সদকায়ে জারিয়ায় অংশ নিন!

আপনাদের প্রিয় দ্বীনী প্রতিষ্ঠান ‘মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামিয়া ঢাকা’ তথা ‘তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা’ কওমী মাদরাসার চলতি শিক্ষাবর্ষে ‘আততাখাসসুস ফিল ফিক্বহী ওয়াল ইফতা’ তথা ইফতা বিভাগ জামাআত খুলেছে। যাতে বেশ কিছু ছাত্র অধ্যয়নরত রয়েছে। বিভাগটি পরিচালনা করতে এবং রিসার্চ সেন্টারের গবেষণা অব্যাহত রাখতে বিপূল পরিমাণ কিতাব প্রয়োজন।

সৌভাগ্যবান দ্বীনী ভাইদের জন্য আমাদের প্রতিষ্ঠানে কিতাব পাঠিয়ে বা এর সমমূল্য পাঠিয়ে সদকায়ে জারিয়ায় অংশ নেবার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তাই সকলের কাছে দুআর আবেদন। আল্লাহ তাআলা আমাদের প্রতিষ্ঠানের সকল প্রয়োজনকে তার কুদরতী খাজানা থেকে পূর্ণ করে দিন।

কিতাবের একটি সংক্ষিপ্ত তালিকা নিচে প্রদত্ব হল

আলমুহীতুল বুরহানী, মূল্য ২৪,০০০/=

সিয়ারু আলামিন নুবালা, মূল্য ৬,০০০/=

আলবিদায়া ওয়ান নিহায়া, মূল্য ২,৪০০/=

মুসনাদে আহমাদ, মূল্য ৪৫,০০০/=

তুহফাতুল আহওয়াজী, মূল্য ২,৬০০/=

আউনুল বারী, মূল্য ৩,৫০০/=

আউনুল মাবুদ, মূল্য ২,৬০০/=

বাযলুল মাযহুদ, মূল্য ১০,৫০০/=

আলআ’লাম, মূল্য ১০,০০০/=

১০

ইরাবুল কুরআন, মূল্য ৫,৫০০/=

১১

আসসুনানুল কুবরা, মূল্য ৭,০০০/=

১২

কানযুল উম্মাল ফী সুনানিল আকওয়াল ওয়াল আফআল।

১৩

মুসনাদুল বাজ্জার

১৪

মুসনাদে ইবনুল জাদ।

১৫

খুলাসাতুল ফাতওয়া

১৬

তাওযীহুল কুরআন।

১৭

ফাতাওয়া দারুল উলুম যাকারিয়া।

১৮

ফাতাওয়া বাইয়্যিনাত।

১৯

আওযাজুল মাসালিক।

২০

ফারহাঙ্গে জাদীদ।

২১

মাযমূআ ফাতাওয়া ইবনে উসাইমিন।

২২

মাযমূআ ফাতাওয়া বিন বায।

২৩

তাহযীবুল কামাল।

২৪

তাফসীরে কাবীর।

২৫

তাফসীরে তাবারী।

২৬

তাফসীরে রূহুল মাআনী।

২৭

তাফসীরে রূহুল বয়ান।

২৮

আদদুররুল মানসূর।

২৯

আননাহরুল ফায়েক।

৩০

তাহতাবী আলাদ্দুর।

৩১

আলমুনজিদ।

৩২

যাদুল মাআদ।

৩৩

কামুসুল কুরআন।

৩৪

আলফিক্বহ আলামাযাহিবিল আরবাআ।

৩৫

মুসনাদে আহমাদ।

৩৬

মুতালাআয়ে বেরেলবিয়্যাত।

৩৭

ফাতহুল মুলহিম ও তাকমিলা।

৩৮

দারসে তিরমিজী।

৩৯

আলমুদাওয়ানাতুল কুবরা।

৪০

কিতাবুল উম্ম।

৪১

নাসবুর রায়াহ।

৪২

তারীখে দামেশক।

৪৩

তারীখে বাগদাদ।

৪৪

তারীখুল ইসলাম ইমাম যাহাবীকৃত।

৪৫

তারীখে তাবারী।

৪৬

তাবক্বাতে ইবনে সা’দ।

৪৭

ইসলাম আওর জাদীদ মাআশী মাসায়েল।

৪৮

তারীখে ইবনে খালদুন।

৪৯

তারীাখুল ইসলাম, ইমাম যাহাবীকৃত।

৫০

সিলসিলাতুল আহাদীসি সাহীহা ওয়া জয়ীফাহ, আলবানীকৃত।

৫১

তারীখুল বুলদান। ইত্যাদি।

আরো অনেক কিতাবই প্রয়োজন। উদাহরণ হিসেবে কয়েকটি কিতাবের নাম উল্লেখ করা হল।

কিতাব পাঠানোর ঠিকানা

মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামিয়া তথা তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

(ফিক্বহে ইসলামী ও ফিরাক্বে বাতিলা বিষয়ক উচ্চতর গবেষণা বিভাগ)

১৫০/সি,ওয়াপদা রোড পশ্চিম রামপুরা, ঢাকা।

[রামপুরা পাওয়ার হাউজের দক্ষিণ পাশের ৬ষ্ঠ তলার ১২ নং ফ্ল্যাট]

পরিচালক

মুফতী লুৎফুর রহমান ফরায়েজী

একাউন্ট এড্রেস

islami bank bangladesh limited 

Branch Rampura, Dhaka

Account Title– LUTFOR RAHMAN FARAZI AKRAM

Account No– 20502260202166316

সংক্ষেপে21663

Bkash– 01723785925।

মেইল– ahlehaqmedia2014@gmail.com

মোবাইল-০১৭২৩৭৮৫৯২৫, ০১৯৬৬৬৩৮৩৫৬।

আরও জানুন

রব্বে কারীম যাদের নিয়ে গর্ব করেন!

মাওলানা মুহাম্মদ ইমরান হুসাইন বড় কেউ যদি কাউকে স্মরণ করে, সে গর্বিত হয় এবং নিজেকে ধন্য …