প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / মেয়েদের ডাক্তারী পড়ার হুকুম কী?

মেয়েদের ডাক্তারী পড়ার হুকুম কী?

প্রশ্ন

মহিলাদের ডাক্তারী পড়ার হুকুম কী?

উত্তর

بسم الله الرحمن الرحيم

মহিলাদের ডাক্তারী পড়া শুধু জায়েজই নয়, বরং ফরজে কেফায়া।

কারণ, মহিলাদের ডাক্তারী মহিলাদেরই করা উচিত। যাতে করে পর্দা রক্ষা হয়। তাছাড়া মহিলাদের বিষয়গুলো মহিলাদেরই সবচে’ ভাল বুঝার কথা।

তবে এক্ষেত্রে অবশ্যই পর্দাসহ শরীয়তের বিধানাবলী সঠিকভাবে রক্ষা করেই শিক্ষা লাভ করা উচিত।

عَنْ أَبِي بَكْرِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ، عَنِ الشِّفَاءِ بِنْتِ عَبْدِ اللَّهِ، قَالَتْ: دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا عِنْدَ حَفْصَةَ فَقَالَ لِي: «أَلَا تُعَلِّمِينَ هَذِهِ رُقْيَةَ النَّمْلَةِ كَمَا عَلَّمْتِيهَا الْكِتَابَةَ»

আশ-শিফা বিনতু আব্দুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমি হাফসাহ (রাঃ)-এর নিকট ছিলাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এসে বললেনঃ তুমি ওকে (হাফসাহকে) যেভাবে লেখা শিখিয়েছ, সেখাবে পিপড়া (পোকা) কামড়ের ঝাড়ফুঁক শিক্ষা দাও না কেন। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৮৮৭]

فيه دليل على جواز كتابة النساء الخ (بذل المجهود-5\18)

واما فرض الكفاية من العلم فهو كل علم لا يستغنى عنه فى قوام أمور الدنيا كالطب والحساب الخ (رد المحتار، مطلب فى فرض الكفاية وفرض العين-1\42، سعيد)

وفى الأشباه والنظائر: من فرض الكفاية……. والطب والحساب والمحتاج إليه فى المعاملات الخ

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামিয়া ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …