প্রচ্ছদ / ইতিহাস ও ঐতিহ্য / নামায কবে থেকে ফরজ হয়? নবীজী কত বছর নামায পড়েছেন?

নামায কবে থেকে ফরজ হয়? নবীজী কত বছর নামায পড়েছেন?

প্রশ্ন

From: Sultan Hazari
মোবাইল/ইমেইলঃ [email protected]
বিষয়ঃ Huzur (saw) ar namaj

হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কত বছর কত মাস নামায পড়েছেন? মেরাজের আগে কি নামায পড়েছেন?

উত্তর

بسم الله الرحمن الرحيم

নবুওয়াতপ্রাপ্তির পঞ্চম বছর মেরাজ হয়। মেরাজেই তিনি ফরজ নামাযের নির্দেশ পান। এর পর আমৃত্যু নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায আদায় করেছেন। সেই হিসেবে নবীজী ১৮ বছর নামায পড়ার সুযোগ পেয়েছেন।

মেরাজের পূর্বে ফরজ হিসেবে কোন নামায ছিল না। নফল হিসেবে পড়েছেন। কিন্তু ফরজ ছিল না।

عن انس بن مالك رضى الله عنه قال: فرضت على النبى صلى الله عليه وسلم ليلة أسرى به الصلوات خمسين، ثم نقصت حتى جعلت خمسا، ثم نودى يا محمدا: إنه لا يبدل القول لدى، وإن لك بهذه الخمس خمسين (ترمذى، كتاب الصلاة، باب ماجاء كم فرض لله على عباده الصلوات-1/51، رقم-213)

إن العلماء مجموعون على أن فرض الصلاة كان ليلة الإسراء، قال الزهرى: كان ذلك بعد مبعغه عليه الصلاة والسلام بخمس سنين، وقال ابن إسحاق: أسرى به عليه الصلاة والسلام، وقد فشا الإسلام بمكة والقبائل، وأشبه هذه الأقوال قول الزهرى، وابن اسحاق (شرح النووى على هامش المسلم، الإيمان، باب الإسراء برسول الله صلى الله عليه وسلم إلى السموات وفرض الصلوات-1/91

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …