প্রচ্ছদ / আহলে হাদীস / কুরআন পড়ে ঈসালে সওয়াবের কোন প্রমাণ হাদীস নেই?

কুরআন পড়ে ঈসালে সওয়াবের কোন প্রমাণ হাদীস নেই?

প্রশ্ন

কুরআন পড়ে মৃত ব্যক্তির জন্য ঈসালে সওয়াবের কথা কী হাদীসে আছে? আজকাল কিছু লা মাযহাবী আলেমরা বলছেন যে, এর কোন প্রমাণ নাকি হাদীসের কোথাও নেই। দয়া করে জানালে কৃতজ্ঞ হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

কুরআন পড়ে ঈসালে সওয়াবের কথা হাদীসে বিদ্যমান রয়েছে। এটা অস্বিকার করার কোন সুযোগ নেই।

عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَءُوا يس عَلَى مَوْتَاكُمْ»

মা‘কিল ইবনু ইয়াসার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের নিকট ‘সূরা ইয়াসীন’ পাঠ করো। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৩১২১]

عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَءُوهَا عِنْدَ مَوْتَاكُمْ، يَعْنِي يس»

হযরত মাকিল বিন ইয়াসা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মৃতের নিকট কুরআন পড়। মানে সূরা ইয়াসীন পড়। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৪৪৮]

عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سُورَةُ يس اقْرَءُوهَا عِنْدَ مَوْتَاكُمْ»

হযরত মাকিল বিন ইয়াসা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মৃতের নিকট সূরা ইয়াসিন তিলাওয়াত কর। [মুস্তাদরাকা আলাস সহীহাইন, হাদীস নং-২০৭৪, শুয়াবুন ঈমান লিলবায়হাক, হাদীস নং-২২৩০, মারিফাতুস সুনান ওয়াল আছার, হাদীস নং-৭৩০৯, মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-১০৮৫৩]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …