প্রচ্ছদ / কুরআন ও হাদীসের ব্যাখ্যা / নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিতা নাকি ভাই?

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিতা নাকি ভাই?

প্রশ্ন

From: মুহাম্মদ কলিমুল্লাহ্
বিষয়ঃ হাদীসের ব্যাখ্যা জানতে চাই

প্রশ্নঃ
আসসালামু আলাইকুম,আমার প্রশ্ন হলো  আল্লাহর নবী (সাঃ)  এক হাদীসে বলেছেন আমার ইচ্ছে হয় আমার ভাইদের সাথে যদি সাক্ষাৎ হইত,সাহাবি গণ বলেন আমরা কি আপনার ভাই নই,নবী সাঃ বলেন তোমরা আমার সাহাবী, যাহারা আমাকে না দেখে আমার উপর ঈমান আনে তারা আমার ভাই,

নবীজি বলেন ভাই আর আমি শুনেছি নবীজী সমস্ত উম্মতি মুহাম্মদিদের বাবা আর নবীজীর বিবি গন মা,

অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তর জানায়েন উপক্রিত হবো।

বিনীত নিবেদক
মুহাম্মদ কলিমুল্লাহ
চট্টগ্রাম

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

সমস্ত মানুষ হযরত আদম ও হাওয়া আলাহিস সালাম এর সন্তান। সেই হিসেবে সকল ধর্মবর্ণের মানুষ পরস্পর ভাই ভাই।

যেমন ইবরাহীম আলাহিস সালাম তার বিবি সারা এর ব্যাপারে বলেছিলেন, তিনি তার বোন। [বুখারী, হাদীস নং-৩৩৫৮, সহীহ মুসলিম, হাদীস নং-২৩৭১]

কী হিসেবে বোন? আদম আলাহিস সালামের সন্তান হিসেবে মানুষ পরস্পর সবাই ভাই ভাই। নারী পুরুষ সবাই ভাই বোন।

তবে আলাদাভাবে মুসলমানগণ পরস্পর ভাই। কুরআনে কারীমে মুসলমানদের পরস্পর ভাই ভাই বলে সম্বোধন করা হয়েছে।

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ [٤٩:١٠]

মুমিনরা তো পরস্পর ভাই-ভাই। [সূরা হুজুরাত-১০]

সেই সাথে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীর রূহানী পিতা। তার বিবিগণ মুমিনদের রুহানী আম্মাজান।

কুরআনে ইরশাদ হয়েছেঃ

النَّبِيُّ أَوْلَىٰ بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ ۖ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ ۗ [٣٣:٦]

নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তাঁর স্ত্রীগণ তাদের মাতা। [সূরা আহযাব-৬]

উপরোক্ত আলোচনা দ্বারা একথা পরিস্কার হল যে, প্রতিটি মানুষ পরস্পর ভাই ভাই আদম আলাহিস সালামের সন্তান হিসেবে। পুরুষ নারী পরস্পর ভাই বোন আদম ও হাওয়া আলাইহি সালামের সন্তান হিসেবে।

আর মুসলমানগণ আলাদাভাবে আরো গভীর ভাই ভাই মুসলিম হিসেবে।

আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নবী আমাদের রূহানী পিতা আর তার সম্মানিতা স্ত্রীগণ মুমিনদের আম্মাজান।

সুতরাং নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহি সালামের সন্তান এবং মুসলমানদের নবী হিসেবে সমস্ত মুসলমানদের ভাই।

আবার তিনি নবী হিসেবে উম্মতের রূহানী পিতাও।

তেমনি নবীজীর স্ত্রীগণ মুসলিম হিসেবে সমস্ত মুসলমানদের বোন। আবার নবীজীর স্ত্রী হিসেবে সমস্ত মুমিনদের আম্মাজান।

এটা শুধুই দৃষ্টিকোণ হিসেবে পার্থক্য। এটা এমন কোন কঠিন বা জটিল জিনিস নয়, যা নিয়ে অধিক গবেষণা বা চিন্তা ফিকির করার প্রয়োজন আছে।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …