প্রচ্ছদ / আহলে হাদীস / বিতির নামাযের তৃতীয় রাকাতে তাকবীর দিয়ে হাত উঠানোর কোন প্রমাণ নেই?

বিতির নামাযের তৃতীয় রাকাতে তাকবীর দিয়ে হাত উঠানোর কোন প্রমাণ নেই?

প্রশ্ন

শ্রদ্ধেয় মুফতী সাহেব। আশা করি ভাল আছেন। আপনাদের ওয়েব সাইটের প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা অনেক উপকৃত হচ্ছি আলহামদুলিল্লাহ। একটি প্রশ্ন ছিল।

আমাদের এলাকায় কিছু ভাই প্রবাস থেকে এসে নতুন ফিতনা শুরু করেছে। তারা বলতেছে যে, বিতর সালাতের তৃতীয় রাকাতে তাকবীর বলে হাত উঠিয়ে আবার হাত বেধে যেভাবে আমরা দুআয়ে কুনুত পড়ি এর নাকি কোন ভিত্তি নেই।

আমার প্রশ্ন হল, আসলেই কি বিতরের তৃতীয় রাকাতে দুআয়ে কুনুতের আগে রফয়ে ইয়াদাইন করার কোন হাদীস নেই? দয়া করে দ্রুত জানালে কৃতজ্ঞ হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

উক্ত ভাইদের কথাটি সঠিক নয়। বিতরের তৃতীয় রাকাতে দুআয়ে কুনুত পড়ার আগে আল্লাহু আকবার বলে হাত উঠানোর কথা হাদীস দ্বারা প্রমাণিত।

كَانَ عَبْدُ اللهِ يَقْرَأُ فِي آخِرِ رَكْعَةٍ مِنَ الْوِتْرِ: قُلْ هُوَ اللهُ أَحَدٌ، ثُمَّ يَرْفَعُ يَدَيْهِ فَيَقْنُتُ قَبْلَ الرَّكْعَةِ “

হযরত আব্দুল্লাহ বিন মাসঈদ রাঃ বিতরের শেষ রাকাতে ‘কুল হুয়াল্লাহু আহাদ’ পড়তেন, তারপর দুই হাত উত্তোলন করতেন, তারপর রুকুর পূর্বে কুনূত পড়তেন।

আলমু’জামুল কাবীর লিততাবারনী-৯/২৮৩, হাদীস নং-৯৪২৫।

জুযয়ে রফউল ইয়াদাইন, ইমাম বুখারীকৃত-২৮।

মাযমাউজ যাওয়ায়েদ-২/২৪৪, হাদীস নং-৩৪৭১।

মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-৪/৫৩১, হাদীস নং-৭০২৮।

এতগুলো হাদীসের কিতাবে বিশুদ্ধ সূত্রে হাদীসটি বর্ণিত হবার পরও এটাকে ভিত্তিহীন বলা হাদীস সম্পর্কে অজ্ঞতার নিদর্শন ছাড়া আর কী’ হতে পারে?

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

আমানতের টাকায় মালিকের অনুমতি ছাড়া ব্যবসা করে লাভ করলে লাভের টাকা কে পাবে?

প্রশ্ন কারো কাছে এক লাখ টাকা আমানত রাখা হলো। কিন্তু আমানতের টাকা দিয়ে আমানত গ্রহণকারী …