প্রচ্ছদ / আদব ও আখলাক / ওজু ছাড়া কুরআন পড়া যাবে কি?

ওজু ছাড়া কুরআন পড়া যাবে কি?

প্রশ্ন

আসসালামু আলাইকুম!

একটির প্রশ্নের অনেক দিন ধরে উত্তর খুজতেছি। কিন্তু পাচ্ছি না। উত্তর দিলে কৃতজ্ঞ থাকবো।

মোবাইলে কুরআনের এ্যাপস পাঠ করতে হলে ওজু লাগবে কি না? আমার মোবাইলে কুরআন, বুখারী শরীফ, বেহেশতী জেওর পিডিএফ আছে। এগুলো অজু ছাড়া পড়তে পারবো কি না? সব সময় ওজু রাখা কষ্ট হয়ে যায়।জানাবেন প্লিজ।

মিরপুর, ঢাকা।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

কুরআন শরীফ তথা কুরআনের আয়াত ধরার জন্য ওজু থাকা আবশ্যক। পড়ার জন্য বা শোনার জন্য ওজু করা আবশ্যক নয়। কুরআনে কারীমের আয়াত ছাড়া অন্য কিছু ধরার জন্য অজু থাকা জরুরী নয়।

لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ [٥٦:٧٩

যারা পাক পবিত্র, তারা ব্যতিত অন্য কেউ একে স্পর্শ করবে না। {সূরা ওয়াকিয়া-৭৯}

ويحرم على المحدث ثلاثة اشياء الصلاة، والطواف ومس المصحف الا بغلاف، (طحطاوى على مراقى الفلاح، مصرى-117، باب الحيض والنفاس والإستحاضة، البحر الرائق-1/201

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *