প্রশ্ন
হুজুর আমার বউ আমাকে ২ বছর আগে আমাকে না জানিয়ে ২ তালাক দিয়েছে। সে এখন আমার কাছে আসতে চাই আমি কি তাকে আবার বিয়ে করতে পারবো?
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি আপনার দেয়া [লিখিত বা মৌখিক] অধিকার বলে স্ত্রী তার নিজের উপর দুই তালাক পতিত করে থাকে, তাহলে দুই তালাক সম্পন্ন হয়েছে।
দুই বছর অতিক্রান্ত হবার দরূন ইদ্দতও অনেক আগেই শেষ হয়ে গিয়ে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে।
এখন আবার উক্ত স্ত্রীকে ফিরিয়ে আনতে হলে নতুন করে বিয়ে করতে হবে।
নতুন করে বিয়ে করে নিলে স্বামী স্ত্রীর সম্পর্ক আবার ফিরে আসবে। তবে ভবিষ্যতে আর এক তালাকের মালিক থাকবেন আপনি। তাই ভবিষ্যতে তালাক বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে।
আর যদি আপনার অধিকার না দেয়া অবস্থায় স্ত্রী নিজের উপর তালাক পতিত করে থাকে, তাহলে সেই তালাক পতিতই হয়নি। তাই এখন বিবিকে ঘরে আনতে নতুন করে বিয়ে করারও প্রয়োজন নেই। বরং এমনিতে নিয়ে আসলেই হবে।
فى الفتاوى الهندية-إذا كان الطلاق بائنا دون الثلاث فله أن يتزوجها في العدة وبعد انقضائها وإن كان الطلاق ثلاثا في الحرة وثنتين في الأمة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا (الفتاوى الهندية-1/472-473
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]