প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / বিয়ের অনুষ্ঠানে কনেকে প্রথাগত দামী কাপড় প্রদান করার হুকুম কী?

বিয়ের অনুষ্ঠানে কনেকে প্রথাগত দামী কাপড় প্রদান করার হুকুম কী?

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আশা করি হযরত ভালই আছেন। আমি বিবাহে প্রচলিত একটি বিষয়ের সমাধান চাই।

বিয়েতে কনেকে ১নং শাড়ি বলে অস্বাভাবিক মূল্যের যে কাপড় প্রদান করা হয়,তা মূলত একদিনই পড়ে এরপর এটা তুলে রাখে। এখন কথা হলো এটা তো কনের ভরণ-পোষনের আওতায় পড়ে না।

তাই এটা কি মোহর থেকে কাটা যাবে? এটা অপচয় হয় কি? এটার পছন্দ নিয়ে বিশৃংখলাও ঘটে, এসব বাধ্যতামূলক গিফট কি শরীয়ত গ্রহণ করে?

প্রশ্নকর্তা-আজাদ খন্দকার মুমিন
ধর্মপাশা,সুনামগঞ্জ

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

এসব অপচয়। এসব বর্জন করা উচিত। এমন কাপড়ই প্রদান করা উচিত যা সর্বদা ব্যবহার করা যায়।

إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ ۖ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا [١٧:٢٧]

নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ। [সূরা বনী ইসরাঈল-২৭]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– [email protected] 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …