প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / তালাকপ্রাপ্তা মহিলার ইদ্দত পালনকালীন সময়ে তার ভরণপোষণ কি স্বামীর যিম্মায় আবশ্যক?

তালাকপ্রাপ্তা মহিলার ইদ্দত পালনকালীন সময়ে তার ভরণপোষণ কি স্বামীর যিম্মায় আবশ্যক?

প্রশ্ন

তালাকপ্রাপ্তা মহিলার ইদ্দত পালনকালীন সময়ে তার ভরণপোষণ কি স্বামীর যিম্মায় আবশ্যক?

উত্তর

بسم الله الرحمن الرحيم

তালাকপ্রাপ্তা মহিলা তালাকে রেজয়ীপ্রাপ্তা হোক বা বাইন, কিংবা তিন তালাকপ্রাপ্তা হোক, সর্বাবস্থায় ইদ্দত পালনকালীন সময়কার ভরণপোষণ স্বামীর যিম্মায় আবশ্যক।

لِيُنفِقْ ذُو سَعَةٍ مِّن سَعَتِهِ ۖ وَمَن قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ ۚ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا آتَاهَا ۚ سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا [٦٥:٧

বিত্তশালী ব্যক্তি তার বিত্ত অনুযায়ী ব্যয় করবে। যে ব্যক্তি সীমিত পরিমাণে রিযিকপ্রাপ্ত,সে আল্লাহ যা দিয়েছেন,তা থেকে ব্যয় করবে। আল্লাহ যাকে যা দিয়েছেন,তদপেক্ষা বেশী ব্যয় করার আদেশ কাউকে করেন না। আল্লাহ কষ্টের পর সুখ দেবেন। [সূরা তালাক-৭]

وتجب لمطلقة الرجعى والبائن، قال الشامى: أطلق فشمل الحامل وغيرها (الدر المختار مع الشامى-5/333)

وأما على المفتى به فتجب نفقة الوسط إلى أخره (رد المحتار-5/284)

ثم النفقة إنما تجب على قدر يسار الرجل وعسرته (خانية مع الهندية-1/426، الفتاوى التاتارخانية-5/399)

المعتدة عن الطلاق تستحق النفقة والسكنى كان الطلاق رجعيا أو بائنا او ثلاثا (الفتاوى الهندية-1/557، مجمع الأنهر-2/190، البحر الرائق-4/198

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– [email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …