প্রশ্ন
অনেক মুরুব্বী মহিলারা বলে থাকে যে,হায়েজ অবস্থায় স্ত্রী না করলে নাকি সন্তান জন্ম হয় না। এই কথাটা কতটুকু সত্য?
উত্তর
بسم الله الرحمن الرحيم
এটি একটি কুসংস্কার ও অজ্ঞতাসূচক দাবী ছাড়া আর কিছু নয়।
অনেক বিশেষজ্ঞের মতেঃ মাসিকের সময় ডিম্বানো থাকে না।তা মাসিকের স্রাবের সাথে বেরিয়ে যায়। তাই সন্তান হবার সম্ভাবনা থাকে না। তবে কখনো কখনো ডিম্বানো গঠিত হয়। যদিও তা বিরল।
তাই মাসিকের সময় সহবাস না করলে সন্তান না হবার ধারণা করা অজ্ঞতা বৈ কিছু নয়।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]