প্রশ্ন
আমি জ্বল খাবো বলা যাবে কি না?
প্রশ্নকর্তা- MOTIUR RAHMAN
উত্তর
بسم الله الرحمن الرحيم
পানি উর্দু শব্দ। এটি মূলত সংস্কৃত শব্দ “পানীয়” থেকে উৎপত্তি লাভ করেছে। আর জল বাংলা শব্দ। যদিও পানি শব্দটি এখন বাংলা শব্দ হিসেবেই প্রচলিত। বাংলা শব্দের অধিকাংশই এসেছে মূলত সংস্কৃত শব্দ থেকে।
যেহেতু উভয়টিই সংস্কৃত থেকে আসা শব্দ। কোনটিই ধর্মীয় পরিচয় প্রকাশক শব্দ নয়। কেবলি পানাহার যোগ্য একটি বস্তুর পরিচায়ক। তাই পানি ও জল উভয়টিই ব্যবহার করা যাবে। কোন একটিকে বিধর্মী শব্দ বলে পরিহার করার যৌক্তিকতা নেই।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]