প্রচ্ছদ / আহলে হাদীস / বুখারী শরীফ পড়লেই দ্বীনে ইসলামের সকল বিধান জানা যাবে?

বুখারী শরীফ পড়লেই দ্বীনে ইসলামের সকল বিধান জানা যাবে?

প্রশ্ন

অনেকে  বলে  বুখারি পড়লেই ইসলামের  সকল বিধিবিধান জানা যায়। এ ব্যাপারে  কোন ফতওয়া  থাকলে  দয়া করে  লিঙ্ক  দিবেন।

দয়া  করে  দ্রুত  উত্তর পেলে  খুব উপক্রিত  হব।

জাযকা আল্লাহু  খাইরান

সারওয়ার,

উত্তরা, ঢাকা

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

বুখারী শরীফ পড়েছেন এমন কোন ব্যক্তি এমন মূর্খতাসূলভ কথা বলতেই পারে না। যদি  বুখারী পড়লেই সব কিছু জানা যায়, তাহলে আর অন্য কিতাব লিখার কী দরকার ছিল? মুসলিম শরীফও তো লিখার কোন দরকার ছিল না। পড়ারও দরকার ছিল না।

অজ্ঞতার অষুধ হল পড়াশোনা। আপনি উক্ত ব্যক্তিদের বলুন পড়াশোনা করতে। কিংবা কোন বিজ্ঞ কওমী আলেমের শরণাপন্ন হতে। তাহলে হয়তো তার এ অজ্ঞতা ঘুচবে।

এ প্রশ্নটি আসলে হাস্যকর। তাই বিস্তারিত জবাব দেবার কোন প্রয়োজন নেই। তবু সংক্ষেপে শুধু কয়েকটি পয়েন্ট বলিঃ

বুখারী থেকে দুই রাকাত নামাযের পূর্ণাঙ্গ তরীকা দেখান।

নামাযের সব ক’টি সুন্নাত বুখারী থেকে দেখান।

নামাযের সব ক’টি ওয়াজিব বুখারী থেকে দেখান।

নামাযের সব ক’টি মুস্তাহাব বুখারী থেকে দেখান।

তাশাহুদের শব্দাবলী কী?তাশাহুদের শব্দাবলী বুখারী থেকে দেখান।

ঈদের নামাযের পূর্ণাঙ্গ তরীকা বুখারী থেকে দেখান।

জানাযা নামাযের পূর্ণাঙ্গ তরীকা বুখারী থেকে দেখান।

কী শব্দে আজান দিবে?শব্দাবলী বুখারী থেকে দেখান।

কী শব্দে ইকামত দিবে?শব্দাবলী বুখারী থেকে দেখান।

১০

ঈদের তাকবীর কয়টি হবে?বুখারী থেকে দেখান।

শুধু নামায সংক্রান্ত দশটি মাসআলা বুখারী থেকে দেখানোর অনুরোধ করছি। বিবাহ, তালাক, ব্যবসা বাণিজ্য, রোজা, হজ্ব ও জীবনের অন্যান্য মাসআলার সমাধান বাদই দিলাম। শুধু নামায সংক্রান্ত উপরোক্ত দশটি মাসআলা বলুন বুখারী থেকে দেখাতে। অন্য কোন কিতাবের সহযোগিতা নিতে পারবে না।

তাহলে কী বুঝা গেল? শুধু দুই রাকাত নামাযের পূর্ণ মাসআলাই বুখারীতে নাই। জীবনের অন্যান্য সকল মাসআলাতো বহু  দূরের কথা। সুতরাং বুখারী পড়লেই সব পাওয়া যাবে বলা উন্মাদের বকওয়াজ ছাড়া আর কী’ হতে পারে?

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *