প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / বিকাশের মাধ্যমে যাকাত পরিশোধ করলে বিকাশ চার্জ কার উপর বর্তাবে?

বিকাশের মাধ্যমে যাকাত পরিশোধ করলে বিকাশ চার্জ কার উপর বর্তাবে?

প্রশ্ন

From: আলীমুদ্দীন
বিষয়ঃ যাকাত

বিকাশের মাধ্যমে কারো কাছে যাকাতের টাকা পাঠালে সে ক্ষেত্রে বিকাশ চার্জ কি আলাদা দিতে হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, বিকাশ চার্জ আলাদা দিতে হবে। নতুবা যে অংশ চার্জ বাবদ কর্তিত হবে, সেই টাকা যাকাত হিসেবে আদায় হবে না।

فى الدر المختار: وَلَا يَخْرُجُ عَنْ الْعُهْدَةِ بِالْعَزْلِ بَلْ بِالْأَدَاءِ لِلْفُقَرَاءِ

وفى رد المحتار: (قَوْلُهُ: وَلَا يَخْرُجُ عَنْ الْعُهْدَةِ بِالْعَزْلِ) فَلَوْ ضَاعَتْ لَا تَسْقُطُ عَنْهُ الزَّكَاةُ (رد المحتار: كتاب الزكاة، 3/189، زكريا،البحر الرائق-2/210، النهر الفائق-1/419

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *