প্রচ্ছদ / প্রশ্নোত্তর / রোযা অবস্থায় স্ত্রীর সাথে সহবাসপূর্ব কাজ করলে রোযার হুকুম কী?

রোযা অবস্থায় স্ত্রীর সাথে সহবাসপূর্ব কাজ করলে রোযার হুকুম কী?

প্রশ্ন

From: মুস্তাকিম
বিষয়ঃ রোজা রেখে সহবাস পূর্ববর্তী কাজ প্রসঙ্গে

রোজা রেখে সহবাস পূর্ববর্তী সকল কাজ হল যেমন চুমু দেয়া, আলিঙ্গন করা, শিঙ্গার করা, স্তন মন্থন করা বা লজ্জা স্থানে হাত দিয়ে আদর করা এবং এতে মজি বাহির হওয়া এক কথায় সহবাস পূর্ববর্তী সকল কাজই সংঘটিত হয়েছে কিন্তু মহান সৃষ্টিকর্তার ভয়ে সহবাস থেকে বিরত থেকেছে, এমতাবস্থায় রোজার উপর কি হুকুম বর্তাইয়াছে দয়া করে জানালে কৃতার্থ বোধ করব। জাযাকাল্লাহ।

উত্তর

بسم الله الرحمن الرحيم

এর দ্বারা রোযা ভঙ্গ হয়নি। বাকি এমন কাজ করা থেকে বিরত থাকাই উচিত। কারণ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সহবাস করে ফেললে কাযা ও কাফফারা উভয় আবশ্যক হবে। সেই সাথে রোযা ভঙ্গের কবিরা গোনাহ হবে। তাই সতর্ক থাকা উচিত।

আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা. বলেন,আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। ইতিমধ্যে একজন যুবক এল এবং প্রশ্ন করল, আল্লাহর রাসূল! আমি কি রোযা অবস্থায় চুম্বন করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। এরপর এক বৃদ্ধ এল এবং একই প্রশ্ন করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাঁ। আমরা তখন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,আমি জানি, তোমরা কেন একে অপরের দিকে তাকাচ্ছ। শোন, বৃদ্ধ ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে।-মুসনাদে আহমদ ২/১৮০, ২৫০

হযরত আবু মিজলায রাহ. বলেন, ইবনে আব্বাস রা.-এর নিকট এক বৃদ্ধ রোযা অবস্থায় চুমু খাওয়ার মাসআলা জিজ্ঞাসা করল। তিনি তাকে অনুমতি দিলেন। অতঃপর এক যুবক এসে একই মাসআলা জিজ্ঞাসা করলে তিনি তাকে নিষেধ করলেন।-মুসান্নাফে আবদুর রাযযাক ৪/১৮৫।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *