প্রশ্ন
From: মুহাম্মদ শরীফ
বিষয়ঃ তাহকিক
যে ব্যক্তি রোজা রাখল অথচ নামাজ পড়ল না, সে যেন সারাদিন ঐ ক্ষুধার্ত কুকুরের মত ছুটল অথচ খাবার পেল না।
—- বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)
এটার তাহকিক জানতে চাই। এই কথাটা হাদিস হিসাবে ফেবু তে অনেকেই পোষ্ট করে দেখা যায়। এটা কি সত্যিই হাদিস নাকি বানোয়াট জাল কথা?? কষ্টকরে উত্তর দানে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
এরকম কোন হাদীসের অস্তিত্ব আছে বলে আমাদের জানা নেই। যারা উক্ত কথাটি ছড়াচ্ছে। তাদের কাছে এর ভিত্তি জিজ্ঞেস করুন। এরকম কোন হাদীস আমরা কোন কিতাবের মাঝে পাইনি। তাই এটি আমাদের দৃষ্টিতে জাল ও বানোয়াট কথা।
যারা একথাটি প্রচার করছে, তাদের এটির প্রমাণ পেশ করতে বলুন। তাহলে আমাদের তাহকীক করতে সুবিধা হবে।
পূর্ণাঙ্গ তাহকীক ছাড়া কোন কথা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে হাদীসের নামে প্রচার করা মারাত্মক গোনাহের কাজ। তাই হাদীস বর্ণনায় খুবই সাবধানতা অবলম্বন করা উচিত।
জাযাকাল্লাহ।
، عَنِ المُغِيرَةِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ، مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
হযরত মুগীরা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আমার উপর মিথ্যারোপ করা অন্য ব্যক্তির উপর মিথ্যারোপ করার মত নয়। যে ব্যক্তি ইচ্ছেকৃতভাবে আমার নামে মিথ্যা কথা বলে, তার ঠিকানা হবে জাহান্নাম। [বুখারী, হাদীস নং-১২৯১]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]