প্রশ্ন
আসসালামুআলাইকুম ও রহমাতুল্লাহ।
আমার পশ্ন হচ্ছে জাকাত নিয়ে।
১। কত টাকা থাকলে জাকাত দিতে হবে।
আমার কাছে সোনা বা রুপা কিছু ই নাই।
২। ধার দেয়া টকার কি জাকাত দিতে হবে।
১
01/01/14
60000 বড় ভাই ধার হিসেবে নেয়া।
২
02/02/15
250000 ফুপাতো বোনের জামাই কে, সি এন জি কেনা বাবদ টাকা দেই। এখানে উলেখ্য যে আমি আর আমার দুলাভাই সি এন জি এর সমান সমান অনংশিদার ছিলাম।
১ মাসের মধ্যে সি এন জি বিক্রি করে দেই এর কারন হচ্ছে ওই দুলাভাই এর ছেলে বিদেশে জেতে টাকা লাগে তাই গাড়ি বিক্রি করে টাকা দিতে হয়। এখন আমার এই টাকাটা ধার হিসেবা তাদের কাছে আছে।
৩
26/02/2016
চাকুরীর জন্য 150000 টাকা ধার নেয় বড় ভাই।
৪
05/05/2016
ব্যাবসার জন্য ছোট ভাই 50000 টাকা ধার নেয়।
এরা সবাই আমার আত্নিয়। এই ধার দেয়া টাকা আমি কবে পাব জানিনা। এই টাকা তাদের কাছে থেকে পেতে আমাকে আর ও তিন থেকে চার বছর অপেক্ষা করতে হবে।
আমার প্রশ্ন হচ্ছে এই টাকা গুলোর কি জাকাত দিতে হবে।
আর যদি জাকাত দিতে হয় তাহলে আমি কত বছরের জাকাত দিব।
প্রশ্নকর্তাঃ নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার প্রশ্ন দু’টি। যথা-
১
কতটুকু সম্পদ থাকলে যাকাত আবশ্যক হয়?
২
ঋণ দেয়া টাকার উপর যাকাত আবশ্যক হবে কি না?
১ম প্রশ্নের উত্তর
সাড়ে বায়ান্ন তোলা রূপা বা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর বর্তমান বাজারমূল্য পরিমাণ টাকা বা ব্যবসায়িক পণ্য যার কাছে থাকবে, তার উপর যাকাত আবশ্যক হবে। উপরোক্ত সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ টাকা যাকাত হিসেবে প্রদান করতে হবে।
نِصَابُ الذَّهَبِ عِشْرُونَ مِثْقَالًا وَالْفِضَّةِ مِائَتَا دِرْهَمٍ كُلُّ عَشْرَةِ) دَرَاهِمَ (وَزْنُ سَبْعَةِ مَثَاقِيلَ) الخ (أَوْ) فِي (عَرْضِ تِجَارَةٍ قِيمَتُهُ نِصَابٌ) الْجُمْلَةُ صِفَةُ عَرَضٍ وَهُوَ هُنَا مَا لَيْسَ بِنَقْدٍ. (رد المحتار، كتاب الزكاة، باب زكاة المال-2/224-228)
وفى الهندية: الزكاة واجبة فى عروض التجارة كائنة ما كانت إذا بلغت نصابا من الورق والذهب (الفتاوى الهندية-1/179)
فى الدر المختار–وَلَوْ بَلَغَ بِأَحَدِهِمَا نِصَابًا دُونَ الْآخَرِ تَعَيَّنَ مَا يَبْلُغُ بِهِ، وَلَوْ بَلَغَ بِأَحَدِهِمَا نِصَابًا وَخُمُسًا وَبِالْآخَرِ أَقَلَّ قَوَّمَهُ بِالْأَنْفَعِ لِلْفَقِيرِ (رد المحتار، كتاب الزكاة، باب زكاة المال-3/229، وكذا فى الهداية-1/196، وكذا فى الهندية-1/179، وكذا فى التاتارخانية-2/237، وكذا فى المبسوط للسرخسى-2/191
২য় প্রশ্নের উত্তর
উপরোক্ত ধার দেয়া টাকার উপরও যাকাত আবশ্যক হবে। আপনার উপর মূল যাকাত আবশ্যক হয়েছে। কিন্তু এখনি আদায় আবশ্যক হয়নি। বরং যখন উক্ত টাকা হাতে পাবেন, তখন যাকাত আদায় করা আবশ্যক।
الديون المقر بها فهي على ثلاث مراتب عند أبي حنيفة – رحمه الله تعالى – ضعيف ، وهو كل دين ملكه بغير فعله لا بدلا عن شيء نحو الميراث أو بفعله لا بدلا عن شيء كالوصية أو بفعله بدلا عما ليس بمال كالمهر وبدل الخلع والصلح عن دم العمد والدية وبدل الكتابة لا زكاة فيه عنده حتى يقبض نصابا ويحول عليه الحول .ووسط ، وهو ما يجب بدلا عن مال ليس للتجارة كعبيد الخدمة وثياب البذلة إذا قبض مائتين زكى لما مضى في رواية الأصل وقوي ، وهو ما يجب بدلا عن سلع التجارة إذا قبض أربعين زكى لما مضى كذا في الزاهدي (الفتاوى الهندية، كتاب الزكاة، الباب الأول-1/175، البحر الرائق-2/207، النهر الفائق-1/416)
وفى الهداية: ولو كان الدين على مقر ملئ أو معسر تجب الزكاة لإمكان الوصول اليه ابتداء وبواسطة الحصيل وكذا ولو كان على جاحد وعليه بينة (الهداية-1/186)
وفى الدر المختار: ولو كان الدين على مقر ملئ أو على معسر أو مفلس… او على جاحد عليه بينة….. فوصل الى ملكه لزم زكاة ما مضى، (رد المحتار، كتاب الزكاة-2/266-267
উপরোক্ত হিসেব মতে আপনার ধার দেয়া টাকা হল-
১
ধার দেবার সময়ঃ ১/০১/২০১৪
পরিমাণঃ 60,000/=
সেই হিসেবে ২০১৫ সালের জানুয়ারীর এক তারিখে আপনার উক্ত টাকার যাকাত এসেছে ১,৫০০/= [এক হাজার পাঁচশত টাকা।
১৬ সালে আবার এসেছে ১,৫০০/= [এক হাজার পাঁচশত টাকা।
১৭ সালে আবার এসেছে ১,৫০০/= [এক হাজার পাঁচশত টাকা।
তাই
১৭ সালে এসে মোট যাকাত এসেছে ৪,৫০০/= [চার হাজার পাঁচশত টাকা]
২
ধার দেবার সময়ঃ 02/02/15
পরিমাণঃ 2,50,000/=
সেই হিসেবে ২০১৬ সালের ফেব্রুয়ারীর দুই তারিখে আপনার উক্ত টাকার যাকাত এসেছে ৬,২৫০/= [ছয় হাজার দুইশত পঞ্চাশ টাকা।
১৭ সালে আবার এসেছে ৬,২৫০/= [ছয় হাজার দুইশত পঞ্চাশ টাকা।
তাই
১৭ সালে এসে মোট যাকাত এসেছে ১২,৫০০/= [বার হাজার পাঁচশত টাকা]
৩
ধার দেবার সময়ঃ 26/02/2016
পরিমাণঃ 1,50,000/=
সেই হিসেবে ২০১৭ সালের ফেব্রুয়ারীর ২৬ তারিখে আপনার উক্ত টাকার যাকাত এসেছে ৩,৭৫০/= [তিন হাজার সাতশত পঞ্চাশ টাকা।
৪
ধার দেবার সময়ঃ 05/05/2016
পরিমাণঃ 50,000/=
সেই হিসেবে ২০১৭ সালের মে মাসের ৫ তারিখে আপনার উক্ত টাকার যাকাত এসেছে ১,২৫০/= [এক হাজার দুইশত পঞ্চাশ টাকা।
সুতরাং আপনার উপরোক্ত ঋণের উপর যাকাত এসেছেঃ
৪,৫০০/= [চার হাজার পাঁচশত টাকা]
১২,৫০০/= [বার হাজার পাঁচশত টাকা]
৩,৭৫০/= [তিন হাজার সাতশত পঞ্চাশ টাকা।
১,২৫০/= [এক হাজার দুইশত পঞ্চাশ টাকা।
হিসেবে ২২,০০০/= [বাইশ হাজার টাকা।
সহজ কথায় উপরোক্ত ঋণের সময়কাল অনুপাতে আপনার উপর বর্তমানে ২২,০০০/= কথায় বাইশ হাজার টাকা যাকাত আবশ্যক হয়েছে।
উপরোক্ত ঋণগুলো যখন আপনি হাতে পাবেন, তখন উপরোক্ত টাকার যাকাত আদায় করা আপনার উপর আবশ্যক হবে। আগে আদায় করলেও আদায় হবে।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]