প্রচ্ছদ / নির্বাচিত / মাহে রমজানে বিশেষ দু্‌আর আবেদন! ২০১৭ ঈসাব্দ

মাহে রমজানে বিশেষ দু্‌আর আবেদন! ২০১৭ ঈসাব্দ

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!

সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা!

আপনাদের দুআর বরকতে আল্লাহ তাআলার অপার কৃপায় “তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ও আহলে হক মিডিয়া ৪র্থ বর্ষে উন্নীত হতে চলেছে।

বিগত তিন বছরে www.ahlehaqmedia.com নামক আমাদের অফিসিয়াল ওয়েব সাইটে বিভিন্ন বিষয়ের উপর দেড় হাজারের উপর প্রশ্নোত্তর ও প্রায় সোয়া দুইশত প্রবন্ধ নিবন্ধ এবং আমাদের ইউটিউব চ্যানেল www.youtube.com/ahlehaqmediabd তে প্রায় ৩০০ টি ভিডিও আপলোড করা হয়েছে। তাছাড়া সাইটের প্রশ্নোত্তর বিভাগে পারিবারিক মাসায়েল থেকে নিয়ে রাষ্ট্রীয়, সামাজিক, ইতিহাস, হাদীসের তাহকীক, দাওয়াত ও তাবলীগ, তাসাওউফ, জারাহ তাদীল ও বিভিন্ন ভ্রান্ত ফিরকার মতবাদসহ দৈনন্দিন  জীবনের প্রায় সব দিকের মাসায়েল বিষয়ে কিছু লেখা এসেছে।

যা তৈরী করতে আমাদের প্রয়োজন পড়েছে বিশাল কিতাবের ভান্ডারের। যা আমাদের কাছে নেই বললেই চলে। এছাড়া বিভিন্ন  ভ্রান্ত ফিরক্বা বিষয়ক বাহাস মুবাহাসায় অংশ গ্রহণ করতে প্রয়োজন প্রচুর পরিমাণ তথ্য সমৃদ্ধ কিতাবাদী।

বর্তমানেও প্রায় চার শত প্রশ্ন জমা আছে বিভিন্ন বিষয়ে। যার জবাব লিখতে আমাদের প্রয়োজন নানামুখী কিতাবের সমাহার। যা আমাদের কাছে অপ্রতুল।

তাই এ রিসার্চ সেন্টারের কুতুবখানাকে সমৃদ্ধ করতে প্রয়োজন বিপুল পরিমাণ কিতাব। এছাড়া আগামী ১৪৩৮/৩৯ হিজরী শিক্ষাবর্ষে ইফতা বিভাগ খোলার পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে। প্রয়োজনীয় কিতাবাদী সংগ্রহিত হলেই আমরা উক্ত বিভাগটি চালু করবো ইনশাআল্লাহ।

বছরের মাঝখানে আর্থিক সংকটের কারণে প্রতিষ্ঠানের গতিপথ ব্যহত না হয়, তাই পবিত্র রমজান মাসেই পুরো বছরের একটি বাজেট নির্ধারণ করা হল।

আল্লাহর রহমতে শুভাকাংখীদের সার্বিক সহযোগিতায় রমজান মাসে বাজেটের ঘাটতি পূর্ণ হয়ে যাবার বিশেষ দুআর আবেদন রইল।

বার্ষিক খরচ

বাসা ভাড়া– ১৫,০০০ × ১২ = ১,৮০,০০০/= [প্রতি মাসে পনের হাজার টাকা হিসেবে আগামী বছরের জন্য প্রয়োজন এক লাখ আশি হাজার টাকা]

স্টাফ বেতন– ৩৮,০০০ × ১২ = ৪,৫৬,০০০/= [প্রতি মাসে আটত্রিশ হাজার টাকা হিসেবে বছরে চার লাখ ছাপ্পান্ন হাজার টাকা।

বোর্ডিং বাবত- ১০,০০০ × ১২ = ১,২০,০০০/= [প্রতি মাসে দশ হাজার টাকা হিসেবে আগামী বছরের জন্য প্রয়োজন এক লাখ বিশ হাজার টাকা]

নেট বিল আপ্যায়ন ও বিবিধ– ৫,০০০× ১২ =৬০,০০০/= [প্রতি মাসে পাঁচ হাজার টাকা হিসেবে বছরে ষাট হাজার টাকা।

সর্বমোট– ৮,১৬,০০০/= [আট লাখ ষোল হাজার টাকা]

এছাড়া আরো একটি কম্পিউটার ভাল ভিডিও ক্যামেরা এবং কিতাব ক্রয়ের  জন্য প্রয়োজন মোটা অংকের অর্থ।

যেসব খাতে অনুদান নেয়া হবে

১ বাসা ভাড়া, বিদ্যুৎ বিল খাত।

২ ষ্টাফ বেতন খাত।

৩- কুতুবখানা বাবত।

৪- লিল্লাহ বোর্ডিং খাত।

৫-আহলে হক মিডিয়ার সরঞ্জামাদী ক্রয়।

৬- ১২জন বিশেষ দাতা তথা বাৎসরিক ২৫ হাজার টাকা অনুদান দিয়ে বিশেষ দাতা হওয়া।

শুধুমাত্র গরীব ছাত্রদের জন্য বরাদ্দ খাতে যাকাতের টাকা প্রদান করা যাবে। বাকি খাতে কেবল সাধারণ অনুদান প্রদান করতে হবে।

আমরা জানি আল্লাহ রাব্বুল আলামীনের খাজানায় কোন কমতি নেই। নেই তার দয়ারও কোন ঘাটতি। তিনি অসীম দয়ালু। তার কাছে এক টাকা যেমন এক কোটিও তেমন। তাই আমরা আশাবাদি আল্লাহ রাব্বুল আলামীন এমন কিছু বান্দাকে তৈরী করে দিবেন যারা এ দ্বীনী খিদমাতে স্বতস্ফুর্তভাবে এখলাসের সাথে এগিয়ে আসবে ইনশাআল্লাহ।

আল্লাহ রাব্বুল আলামীন আমাদের তার প্রিয় হিসেবে কবুল করুন। সকল কাজে ইখলাস ও লিল্লাহিয়্যাত দান করুন। কবুল করুন আমাদের সকলের সকল দ্বীনী খিদমাতকে। আমীন। ছুম্মা আমীন।

সার্বিক যোগাযোগ ও সহযোগিতা পাঠানোর ঠিকানা

মুফতী লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

১৫০/সি,ওয়াপদা রোড পশ্চিম রামপুরা, ঢাকা।

[রামপুরা পাওয়ার হাউজের দক্ষিণ পাশের ৬ষ্ঠ তলা]

একাউন্ট এড্রেস

islami bank bangladesh limited 

Branch Rampura, Dhaka

Account Title– LUTFOR RAHMAN FARAZI AKRAM

Account No– 20502260202166316

সংক্ষেপে–21663

Bkas– 01723785925।

মেইল– [email protected]

মোবাইল-০১৭২৩৭৮৫৯২৫, ০১৯৬৬৬৩৮৩৫৬।

0Shares

আরও জানুন

অন্যের হক আমার কাঙ্ক্ষিত পথ রুদ্ধ করবে না তো?

মাওলানা মুহাম্মদ শাহাদাত হুসাইন নশ্বর এই পৃথীবিতে চলতে গেলে যেসকল বস্তুর আমরা মুখাপেক্ষী হই তন্মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *