প্রচ্ছদ / কিতাব/বই ও লেখক পরিচিতি / আহলে হক মিডিয়া এ্যাপসঃ নেট ছাড়াই পড়ুন মাসায়েল সমগ্র!

আহলে হক মিডিয়া এ্যাপসঃ নেট ছাড়াই পড়ুন মাসায়েল সমগ্র!

আলহামদুলিল্লাহ! কতিপয় দ্বীন দরদী ভাইরা মেহনত করে আহলে হক মিডিয়া ডট কম সাইটে প্রকাশিত প্রশ্নোত্তর, প্রবন্ধ ও ভিডিও নিয়ে একটি মোবাইল এ্যান্ড্রয়েট এ্যাপস তৈরী করেছেন। আল্লাহ তাআলা উক্ত ভাইদের উত্তম প্রতিদান করুন।

গুগুল প্ল্যা থেকে তা ডাউনলোড করে মোবাইলে ইনষ্টল করে নেয়া যায়। পরবর্তীতে নেট ছাড়াই আমাদের প্রকাশিত মাসায়েলগুলো পড়া যাবে। সার্চ করারও সুযোগ রয়েছে।

ডাউনলোড করতে ক্লিক করুন

একটি বিষয় বলে রাখা জরুরী মনে করছি। যেহেতু প্রশ্নোত্তরগুলো সাইটে প্রকাশিত হয়েছে। খুবই কম সময়ে ্প্রকাশিত। তাই বানানে অনেক ভুল রয়েছে। যা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন। 

0Shares

আরও জানুন

নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবিকে নিজ হাতে দাফন করেছেন?

প্রশ্ন নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবিকে নিজ হাতে দাফন করেছেন? উত্তর بسم الله الرحمن …