প্রচ্ছদ / প্রশ্নোত্তর / অনাদায়কৃত মোহারের উপর কি যাকাত আবশ্যক হয়?

অনাদায়কৃত মোহারের উপর কি যাকাত আবশ্যক হয়?

প্রশ্ন

প্রশ্নকর্তা- মোহাম্মদ ফুরকান হামীদ

গত ০৮.০৩.২০১৩ তারিখে আমার বড় ভাইয়ার বিয়েতে মোহরানা নির্ধারিত হয়েছিল দুই লক্ষ টাকা। এর মধ্যে এক লক্ষ ত্রিশ হাজার টাকা গয়না বাবদ উসুল হয়েছে। বাকী ৭০,০০০ টাকা অনাদায়কৃত রয়ে গিয়েছে। প্রশ্ন হল, অনাদায়কৃত টাকার উপর যাকাত হিসাব হবে কি না? উল্লেখ্য, বর্তমানে প্রায় ৭ ভরি স্বর্ণ রয়েছে, কিন্তু কোনো রূপা নেই।

আমাদের পক্ষ থেকে পুনঃ জিজ্ঞাসা-

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

আপনার প্রশ্নের উত্তরটির জন্য কিছু তথ্য পরিস্কার জানা দরকার।

১- গয়নাবাবত উসুলকৃত ১ লাখ ৩০ হাজার টাকা স্ত্রীকে দেয়া হয়েছে?

২- অনাদায়কৃত টাকার উপর কার যাকাত আসবে কি না আপনার প্রশ্ন? স্ত্রীর উপর না স্বামীর?

৩- কার মালিকানায় বর্তমানে প্রায় ৭ ভরি স্বর্ণ রয়েছে, কিন্তু কোনো রূপা নেই?

এ তিনটি বিষয় পরিস্কার জানালে আমাদের উত্তর দিতে সহজ হবে। জাযাকাল্লাহ।

প্রশ্নকারীর জবাব

ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ!

উত্তর সমূহঃ

১. হ্যাঁ, দেওয়া হয়েছে।

২. স্ত্রীর উপর।

৩. স্ত্রীর মালিকানায়।

জাযাকাল্লাহ।

উত্তর

بسم الله الرحمن الرحيم

না, অনাদায়কৃত মোহরের উপর যাকাত ওয়াজিব হবে না। শুধু আদায়কৃত সম্পদের উপর যাকাত আসবে।

(و) عند قبض (مائتين مع حولان الحول بعده) أي بعد القبض (من) دين ضعيف وهو (بدل غير مال) كمهر ودية وبدل كتابة وخلع، إلا إذا كان عنده ما يضم إلى الدين الضعيف (رد المحتار، كتاب الزكاة، مطلب فى وجوب الزكاة فى دين المرصد-2/306، وكذا فى الفتاوى الهندية، كتاب الزكاة، الباب الاول الخ-2/207

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *