প্রশ্ন
যারা মাটিতে দাঁড়াতে, হাটতে, মাটিতে বসতে ও মাটিতে শুতে পারে, (এইগুলোর যেকোন একটা করতে পারে। যেমন, দাঁড়াতে পারে কিন্তু বসতে পারে না, বসতে অক্ষম) তারা চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ হবে?
উত্তর
بسم الله الرحيم الرحيم
আপনার প্রশ্নটির বাক্যগুলো আপনার কাংখিত বিষয়টি সঠিকভাবে প্রকাশ করছে বলে মনে হচ্ছে না। অন্তত আমাদের কাছে বিষয়টি পরিস্কার নয়।
তাই নির্দিষ্ট উত্তর দিতে পারছি না।
আমাদের সাইটে প্রকাশিত চেয়ারে বসে নামায সংক্রান্ত একটি ফাতওয়া অনেক আগে প্রকাশিত হয়েছে। সেটি পড়ুন। ইনশাআল্লাহ। বিষয়টির সমাধান বুঝে এসে যাবার কথা। লেখাটি হল-
চেয়ারে বসে নামায পড়া বিষয়ক কয়েকটি জরুরী মাসআলা
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]