প্রশ্ন
From: মোহাম্মাদ ইমরান হোসেন
বিষয়ঃ কুরবানি
প্রশ্নঃ
আমি আপনার কুরবানি বিষয়ক, প্রশ্ন উত্তর গুলো পরলাম। তবে আমার প্রশ্ন হলোঃ ৫ জন সমপরিমাণ টাকা দেবে (৮ হাজার) আর দুই জন ৪ হাজার করে মোট ৭ জন মোট ৪৮ হাজার।
১। জায়েজ হবে কি? না?
২।কুরবানি নষ্ট হবে কি না?
তাড়াতাড়ি জানাবেন এখন পশু কিনা হয় নি।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি পাঁচজন বা পাঁচনের কোন একজন ৪ হাজার করে টাকা প্রদানকারীর বাকি টাকা দান বা হাদিয়া হিসেবে উসুল করে দেবার নিয়ত করে, তাহলে কুরবানী শুদ্ধ হয়ে যাবে। কোন সমস্যা নেই। [ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ-১৫/৫৪৮]
তবে এক্ষেত্রে গোস্ত বন্টনের ক্ষেত্রে কমবেশি হতে পারবে না। সবারই সমান দিতে হবে। টাকা বেশি দেয়ায় তাকে গোস্ত বেশি দেয়া যাবে না। তাহলে সেটি গোস্তের জন্য হয়ে যাবে। আর গোস্ত খাবার নিয়তে কুরবানী করলে কুরবানী শুদ্ধ হয় না।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
মুহাদ্দিস-জামিয়া উবাদা ইবনুল জাররাহ, ভাটারা ঢাকা।
ইমেইল– [email protected]