প্রচ্ছদ / প্রশ্নোত্তর / রাসূল সাঃ এর নূর প্রথমে সৃষ্টি করা হয়েছে মর্মের হাদীসের হুকুম কি?

রাসূল সাঃ এর নূর প্রথমে সৃষ্টি করা হয়েছে মর্মের হাদীসের হুকুম কি?

প্রশ্ন

আব্দুল্লাহ

সিলেট, মৌলভীবাজার, বাংলাদেশ।

বিষয়ঃ হাদীস সংক্রান্ত

আসসালামু আলাইকুম,

মানুষের মুখে প্রচলিত কথা  যেগুলোকে হাদীস বলে প্রচার করা হয়। যেমন  “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নূর প্রথমে তৈরি করা হয়েছে.

এ হাদীস কি কারণে জাল সেই বিষয়গুলোও তুলে ধরবেন।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

এটি কোন হাদীস নয়। জাল ও বানোয়াট।

আল মুগীর আলা আহাদীসিল মাওযূআতে ফিল জামিয়িস সগীর-৪।

আততালীকাতুল হাফেলা আলা আজবিবাতিল ফাযেলা-১২৯।

আল বূসীরী মাদেহুর রাসূলিল আযম-৭৫।

আলআসারুল মারফূআ-৪৩।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

উমরা সফরে স্ত্রী সহবাস করলে হুকুম কী?

প্রশ্ন মুহতারাম, আসসালামু আলাইকুম। আমি বিগত ২ বছর পূর্বে সস্ত্রীক উমরা গিয়েছিলাম। কিন্তু মক্কা পৌছানোর …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস