প্রচ্ছদ / আহলে হাদীস / “এমনভাবে যিকির কর যে লোকে তোমাকে পাগল বলে” ফাযায়েলে আমলে বর্ণিত এ হাদীসটি কি জাল?

“এমনভাবে যিকির কর যে লোকে তোমাকে পাগল বলে” ফাযায়েলে আমলে বর্ণিত এ হাদীসটি কি জাল?

প্রশ্ন

জুলফিকুর রাহমান আলম

সিলেট

বিষয়ঃ- কথিত আহলে হাদিসের অভিযোগ ।

মোহতারাম মুফতি সাহেব,

আচ্ছালামু আলাইকুম ।

কথিত আহলে হাদিস ফিরকার এই  অভিযোগের উত্তর জানার খুবই ইচ্ছা ।

ফাযায়েলে বর্ণিত –এমনভাবে যিকির কর যে লোকে তোমাকে পাগল বলে–

এই হাদিস জাল বানোয়াট ।

(এই হাদিস ছহি হলে এর আসল ব্যাখ্যা কি ?)

জানিয়ে বাধিত করবেন ।

 

উত্তর

بسم الله الرحمن الرحيم

عن أبي سعيد الخدري عن رسول الله صلى الله عليه و سلم قال : أكثروا ذكر الله عز و جل حتى يقال إنه مجنون(مسند عبد بن حميد، من مسند أبي سعيد الخدري، رقم الحديث-925

অনুবাদ-হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-তোমরা অধিক পরিমাণ আল্লাহর জিকির কর যেন লোকেরা তোমাদের পাগল বলে। (মুসনাদে আব্দ বিন হুমাইদ, হাদীস নং-৯২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৮১৭, মুসনাদে আহমাদ, হাদীস নং-১১৬৫৩, শুয়াবুল ঈমান, হাদীস নং-৫২৩}

وكذا ابن حبان والحاكم وصححاه، (كشف الخفاء ومزيل الإلباس، رقم- 497

ইবনে হিব্বান রহঃ এবং হাকেম রহঃ হাদীসটিকে সহীহ বলেছেন। {কাশফুল খাফা, বর্ণনা নং-৪৯৭}

এ হাদীসকে কোন গ্রহণযোগ্য মুহাদ্দিসই মওজু তথা জাল বা বানোয়াট বলে মন্তব্য করেননি। যিনি বলছেন তিনি অসত্য বলছেন। এমন কি কথিত আহলে হাদীস ভাইদের কাছে মান্যবর ব্যক্তি শায়েখ আলবানী রহঃ ও এ হাদীসকে মওজু তথা জাল ও বানোয়াট বলে মন্তব্য করেননি। সেখানে উক্ত ব্যক্তি এ হাদীসকে জাল বলছেন কিসের ভিত্তিতে?

আল্লাহ তাআলা হাদীসের উপর আমলের নামে হাদীস অস্বিকারকারীদের থেকে মুসলিম জাতিকে হিফাযত করুন।

হাদীসটির ব্যাখ্যা হল, সারাক্ষণ জিকিরে রত থাকা। যেমন আমরা কোন ব্যক্তি সারাদিন একই কথা বলতে দেখলে বলে থাকি, লোকটি কি পাগল হয়ে গেল নাকি সারাদিন একই কথা বলে যাচ্ছে?

এমনি সারাক্ষণ জিকিরে মত্ত থাকার জন্য বলা হয়েছে উক্ত হাদীসে।

 

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *