প্রশ্ন
Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Baraktuhu,
Zakat questions keep coming up.
- A close relative who does not work, has a family, needy but doesn’t ask from anyone, lives a simple life, is introvert, is harmless, doesn’t involve in any conflict with anyone but doesn’t offer Salah. He meditates, believes in the fundamental beliefs of Islam yet thinks Salah is not necessary and Salah is only a formality. His view of Amals is Amals are only formalities. Does he qualify for receiving zakat? If so is it necessary to tell him that he is given zakat.
- Is it alright to give zakat to a relative whose income in low yet his tendency is to spend in luxury items (such as smart phone, KFC meal, Pizza Hut meal, Food Court meals in luxury shopping malls, etc.) whenever he is helped with charity money. He aspires for a life-style which is not affordable for him and falls into crisis.
Jazakallah Khair.
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যাকাত ইসলামের একটি মৌলিক বিধান। এটির প্রাপক কেবলি মুসলিমগণ। অন্য সাধারণ দান যে কোন ব্যক্তিকে দেয়া যায়, কিন্তু আবশ্যকীয় দান যেমন যাকাত, ফিদিয়া ইত্যাদি কেবলি মুসলমানকে দিতে হয়। বিধর্মী বা ধর্মহীন কোন ব্যক্তিকে দান করলে তা আদায় হবে না।
ইসলামের মৌলিক বিষয়ের অন্তর্ভূক্ত হল নামায। নামাযকে অপ্রয়োজনীয় যিনি মনে করেন, তার ঈমান বিষয়ে প্রবল সন্দেহ আছে। কারণ এটি ইসলামের একটি মৌলিক বিধান। যা আমৃত্যু রাসূল সাঃ করেছেন। এবং মৃত্যুর সময়ও নামায পড়ার জন্য উম্মতকে উপদেশ দিয়েছেন। সেই নামাযকে অপ্রয়োজনীয় বলা সুষ্পষ্ট কুফরী।
তাই এমন ব্যক্তিকে যাকাত দিলে যাকাত আদায় হবে না।
২
পুরো বিশ্বেই অসহায় দারিদ্র মানুষের ভরপুর। যাকাত এমন ব্যক্তিকেই দেয়া উচিত যাদের সত্যিকার অর্থেই প্রয়োজন রয়েছে। সেই সাথে উক্ত অর্থকে নিয়ে প্রয়োজনীয় কাজে ব্যবহার করবে। যে ব্যক্তি দারিদ্র হবার পরও বিলাসবহুল জীবন ধারণ করে অপব্যয় করে, তাকে যাকাতের অর্থ দেয়া মানে হল, অপব্যয়কারীকে সহযোগীতা করা।
তাই এমন ব্যক্তিকেও যাকাতের অর্থ প্রদান করা ঠিক হবে না।তবে দিলে আদায় হয়ে যাবে।
বরং সত্যিকার দারিদ্র এবং যিনি যাকাত পেয়ে প্রয়োজনীয় কাজে ব্যবহার করবেন, এমন ব্যক্তিকেই যাকাত প্রদান করা উচিত।
ولا يجوز صرفها لاهل البدع كالكرامية لانهم مشبهة فى ذات الله وكذا المشبهة فى الصفات فى المختار، (كتاب الزكاة، باب المصر-3/305
রমযানে বিশেষ দুআর আবেদন
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল- [email protected]