প্রশ্ন
হযরত আমার সালাম,
মেয়েরা কি জামাতের সহিত নামাজ আদায় করতে পারবে।
মোঃ আবু ওবায়দা
পুলিশ সদস্য
বান্দরবান পার্বত্য জেলা।
উত্তর
وعليكم السلام ورحنة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শুধু মহিলাদের জামাত মাকরুহে তাহরীমি। পড়লে নামায আদায় হয়ে যাবে। তবে যদি মহিলারা জামাতের সাথে মহিলা ইমামের পিছনে জানাযা নামায পড়ে তবে তা মাকরুহ ব্যতিতই আদায় হবে।
فى رد المحتار-( و ) يكرهتحريما ( جماعةالنساء ) ولوالتراويحفيغيرصلاةجنازة ( لأنهالمتشرعمكررة ) (رد المحتار-كتابالصلاة،بابالإمامة-2/305)
প্রামান্য গ্রন্থাবলী:
১. ফাতওয়ায়ে শামী-২/৩০৫
২.আন নাহরুল ফায়েক-১/২৪৪
৩. ফাতওয়ায়ে আলমগীরী-১/৮৫
৪. বাদায়েউস সানায়ে’-১/৩৮৮
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল- [email protected]