প্রশ্ন
আসসালামুআলাইকুম।
শ্রদ্ধেয় মুফতি সাহেব আমি জানতে চাই,আমাদের দেশে যে উটের পিঠের মত করে কবর উঁচু করা হয় তার ভিত্তি কি? অথচ কবর সমান করে রাখার কথা সহীহ হাদীসে আছে। অতপর দলিলের ভিত্তিতে কোনটি করাই সুন্নাত?
প্রশ্নকর্তা- এনামুল হক
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
عَنْ سُفْيَانَ التَّمَّارِ، أَنَّهُ حَدَّثَهُ: «أَنَّهُ رَأَى قَبْرَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسَنَّمًا
সুফিয়ান তাম্মার রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি রাসূল সাঃ এর কবরকে উটের কুঁচের মত [উঁচু] দেখেছেন। {সহীহ বুখারী, হাদীস নং-১৩৯০, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদীস নং-৬৪৮৪, মারেফাতুস সুনান ওয়াল আসার, হাদীস নং-৭৭২৯, সুনানে কুবরা বায়হাকী, হাদীস নং-৬৭৬০}
উক্ত হাদীসের ভিত্তিতে আমাদের হানাফী মাযহাব মতে কবরকে উটের কুঁচের মত খানিকটা উঁচু রাখা সুন্নত। বাকি সমান রাখাও জায়েজ।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক–তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
