প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দয়াকরে আমার উওর দিবেন, আমদের এখানে আমার না মরহুম ভগলা মন্ডল মারা যাবার আগে বলে গেছেন যে আমি মরার পর একটা মসজিদ এবং মাদ্রাসা তৈরি করবে তার ছেলেদের বলেছেন
।এবং তার ছেলেরা তার কথা মতো কাজ করেন কিন্তু তারা সেই জমি দলিল করে দেন নি যাকে ওয়াকফ্ বলা হয়। এখানে আমার প্রশ্ন যে এই মসজিদে কি নামাজ পরা যাবে????? তারা আল্লার নামে মসজিদ তৈরি করেন এবং কখনো তারা সেটাকে ভংবেন না। দয়াকরে উওর টা দিবেন।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জমি দলীল কর দেবার সাথে শরয়ী ওয়াকফের কোন সম্পর্ক নেই। বরং মুখের কথাই যথেষ্ট।
তাই কাগজে ওয়াকফ করে না দিলেও স্থান আলাদা করে মসজিদ নির্মাণ করে তাতে নামায আদায় শুরু করে দিলে তা মসজিদ হিসেবে পরিগণিত হয়ে যাবে। এতে নামায পড়াতে কোন সমস্যা নেই।
তবে পরবর্তীতে ঝামেলা থেকে বাঁচতে লিখিত আকারে ওয়াফক করে নেয়াই উত্তম।
وَأَبُو يُوسُفَ – رَحِمَهُ اللَّهُ – مَرَّ عَلَى أَصْلِهِ مِنْ زَوَالِ الْمِلْكِ بِمُجَرَّدِ الْقَوْلِ أَذِنَ فِي الصَّلَاةِ أَوْ لَمْ يَأْذَنْ، وَيَصِيرُ مَسْجِدًا بِلَا حُكْمٍ؛ لِأَنَّهُ إسْقَاطٌ كَالْإِعْتَاقِ، وَبِهِ قَالَتْ الْأَئِمَّةُ الثَّلَاثَةُ. (فتح القدير، كتال الوقف، فصل فى احكام المسجد، إذَا بَنَى مَسْجِدًا لَمْ يَزُلْ مِلْكُهُ عَنْهُ-6/234)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।