প্রশ্ন
assalamualikum wa rahmatullah..
মুফতী সাহেব আমি সুন্নত ভালোবাসি।
আর বেশ কষ্ট হলেও চুল বড় রাখতে চাই কিন্তু আমার মা কিছুতেই চুল বড় করতে দিবেন না।
আমার প্রশ্নঃ আমি কি মায়ের কথা অমান্য করে চুল কানের লথি পর্যন্ত রাখতে পারবো?
উত্তর
عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” لَا طَاعَةَ لِبَشَرٍ فِي مَعْصِيَةِ اللهِ
হযরত আলী রাঃ থেকে বর্নিত। রাসূ সাঃ ইরশাদ করেছেন, আল্লাহর নাফরমানীর করে কোন মানুষের আনুগত্ব করা জায়েজ নয়। {মুসনাদে আহমাদ, হাদীস নং-১০৬৫}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।