প্রশ্ন
হুজুর আমার প্রশ্ন হল, মাদ্রাসার জন্য বিল্ডিং করা ওয়াকফ বিহীন জায়গা, কোন এক কারনে জমির মালিক মসজিদের নামে ওয়াকফ দিল। এখন মাদ্রাসা চালু হয়েছে, তাই এখন মাদ্রাসা এই জায়গায় চালু করা যাবে কিনা । বিঃদ্রঃ এই জায়গাটি এখন মসজিদের প্রয়োজন নেই এবং দানকারি বা জমির মালিক এখনো জীবিত আছে।
উত্তর
السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মসজিদের জন্য ওয়াককৃত জমি মাদরাসার জন্য ব্যবহার করা জায়েজ নয়। তা’ই এ কাজ থেকে বিরত থাকতে হবে। মাদরাসার জন্য ভিন্ন স্থান দেখে তা নির্মাণ করতে হবে। মসজিদের স্থানে নয়
شرط الواقف كنص الشارع، (رد المحتار، كتاب الوقف، مطلب فى قولهم شرط الوقف كنص الشارع-4/433، كرتاشى، البحر الرائق-5/245، النهر الفائق-3/326)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।