প্রচ্ছদ / প্রশ্নোত্তর / আব্দুল কাদীর জিলানী রহঃ সম্পর্কে একটি ভিত্তিহীন ঘটনা

আব্দুল কাদীর জিলানী রহঃ সম্পর্কে একটি ভিত্তিহীন ঘটনা

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

আবদুল কাদির জিলানীকে কবর দেয়ার পর মুনকার-নাকীর প্রশ্ন করতে আসলে তিনি
নাকি ফেরেস্তাদ্বয়ের হাত চেপে ধরে বললেন, তোরা মুসলমান না হিন্দু? অতঃপর
ফেরেস্তাদ্বয়ের একজন আল্লাহর কাছে গেলে আল্লাহ তাআলা নাকি তাকে সালাম
দিয়েছে…………….তারপর ফেরেস্তাদ্বয় তাকে প্রশ্ন না করে জান্নাতের
সুসংবাদ দিয়ে চলে গেল।

1) এই কাহিনীর কোন ভিত্তি আছে কি?
2) যদি থেকেও থাকে তবে কবরের কথা কীভাবে লেখক জানল?

অতি দ্রুত জানালে খুশি হবো। জাযাকাল্লাহ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

এসব ঘটনার কোন ভিত্তি সঠিক সূত্রে প্রমাণিত নয়। তাই এসব আজগুবি কারামত বলা থেকে বিরত থাকতে হবে।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

নামাযে দুই পায়ের মাঝে কেমন ফাঁকা রাখবে? পাশের জনের সাথে কতটুকু দূরত্বে দাঁড়াবে?

প্রশ্ন আমরা দেখে থাকি একদল ভাইয়েরা নামাযের সময় এমনভাবে দাঁড়ায়, যার কারনে পাশে আর একজন …