প্রচ্ছদ / আকিদা-বিশ্বাস / ঈমান আনার পর কোন নেক আমল না করলেও কি ব্যক্তি জান্নাতে যাবে?

ঈমান আনার পর কোন নেক আমল না করলেও কি ব্যক্তি জান্নাতে যাবে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

মুফতী সাহেব! আমার প্রশ্ন হল, ঈমান আনার পর নেক আমল না করলেও কি কোন ব্যক্তি জান্নাতী হয়ে যাবে। কোন সওয়াবের কাজ করেনি শুধু গোনাহই করেছে, উক্ত ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে?

প্রশ্নকর্তা- আলী আহমাদ

বিবাড়িয়া।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি কোন ব্যক্তি ঈমান আনার পর ইন্তেকাল করে। নেক আমল করার সুযোগই না পায়, তাহলে উক্ত ব্যক্তি সত্য দ্বীন গ্রহণ করার কারণে আল্লাহ তাআলার রহমাতে সে জান্নাতী হবে।

আর যদি নেক আমল করার সুযোগ পায়, কিন্তু নেক আমল না করে বরং গোনাহে লিপ্ত হয়, তাহলে উক্ত ব্যক্তি নীতি অনুপাতে শুরুতেই জান্নাতে প্রবেশ করবে না। তবে গোনাহের শাস্তির পর জান্নাতে প্রবেশ করবে।

সুতরাং ঈমান ও আমল দু’টি ভিন্ন বিষয়। শুধু ঈমানের উপর জান্নাতের সুসংবাদ ঠিকই আছে। তবে গোনাহ থেকে বাঁচার শর্তের সাথে। যদি গোনাহ করে তাহলে শাস্তি পাবার পর জান্নাতী হবে। সেই হিসেবে ঈমান থাকলেই জান্নাতী বক্তব্যটিও সঠিক।

(قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: (مَنْ مَاتَ وَهُوَ يَعْلَمُ) أَيْ عِلْمًا يَقِينًا سَوَاءٌ قَدَرَ عَلَى الْإِقْرَارِ اللِّسَانِيِّ وَأَقَرَّ، أَوْ لَمْ يَقْدِرْ عَلَيْهِ وَاكْتَفَى بِالْقَلْبِ، أَوْ جَهِلَ وُجُوبَهُ، أَوْ لَمْ يُطَالِبْ بِهِ، أَوْ أَتَى بِهِ، إِذْ لَيْسَ فِيهِ مَا يَنْفِي تَلَفُّظُهُ بِهِ (أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ) وَهَذِهِ الْكَلِمَةُ عَلَمٌ لِكَلِمَتَيِ الشَّهَادَةِ، وَلِذَا اقْتَصَرَ عَلَيْهَا (دَخَلَ الْجَنَّةَ) إِمَّا دُخُولًا أَوَّلِيًّا إِنْ لَمْ يَصْدُرْ عَنْهُ ذَنْبٌ بَعْدَ الْإِيمَانِ، أَوْ أَذْنَبَ وَتَابَ، أَوْ عَفَا اللَّهُ عَنْهُ. أَوْ دُخُولًا أُخْرَوِيًّا فَإِنَّ اللَّهَ لَا يُضَيِّعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا، أَوْ مَعْنَاهُ اسْتَحَقَّ دُخُولَ الْجَنَّةِ. (مرقاة المفاتيح، كتاب الايمان-1/94

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালকতালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *