প্রশ্ন
আর রাহীকুল মাখতূম
আল্লামা ছফিউল রহমান মোবরকপুরী
অনুবাদ: খাদিজা আখতার রেজায়ী
পরিবেশনা
আল কোরআন একাডেমী লন্ডন
1,বইটা পড়া ঠিক হবে কি না?
2,লেখক কি আহেলে হাদীস?
3,আল কোরআন একাডেমী লন্ডন হক না বাতিল পন্থী ৷মানে এখান থেকে প্রকাশ কৃত বই পড়া ঠিক হবে কি না ৷
4,উল্লেখিত বইটা সম্পকে জানতে চাই
উত্তর
بسم الله الرحمن الرحيم
আল কুরআন একাডেমী লন্ডন জামাআতে ইসলামের প্রকাশনী। এ প্রকাশনীর বই আমভাবে পড়ার অনুমতি প্রদান করা ঠিক হবে না। কারণ এখানে মওদুদী সাহেবের সমঝ অনুপাতে ইসলাম ছড়ানোর মিশন নিয়ে বই প্রকাশ করা হয়ে থাকে। তাই এ প্রকাশনীর বইকে আমভাবে গ্রহণযোগ্য নয়। তবে কিছু বই ভাল আছে।
এর মাঝে আররহীককুল মাখতুম গ্রন্থটি। এটি পড়া যায়। এটির লেখক সফীউর রহমান যদিও কথিত আহলে হাদীস তথা লা-মাযহাবী। কিন্তু তার লিখিত উক্ত গ্রন্থটি খুবই চমৎকার। এটি পড়তে পারেন। কোন সমস্যা নেই।
রাসূল সাঃ এর সীরাতের উপর আরেকটি চমৎকার কিতাব রয়েছে। যার নাম হল “সীরাতে মুস্তাফা”। লেখক হলেন মাওলানা ইদ্রিস কান্ধলবী রহঃ। উক্ত বইটির বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে। ইসলামী লাইব্রেরীগুলোতে খুজলে পাবেন।
জাযাকাল্লাহ।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।