প্রশ্ন
হুজুর এখন প্রায় facebook এ একটা পোস্ট দেখা যাচ্ছে যে,
১৫ জুন— শবে বরাত
২৮ জুন – মাহে রমজান
২৮/২৯ জুলাই – ঈদুল ফিতর
৮ অক্টবর – ঈদুল আদ্বহা ।
এইগুলো লেখার পর এই বলে প্রচার চালাচ্ছে যে, মহানবী (সঃ) বলেছেন যে এই খবর প্রথম কোন মুসল্মাঙ্কে দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম।
এই হাদীরটির ভিত্তি কতটা এক্তু দয়া করে জানাবেন।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এমন কোন হাদীস আমাদের দৃষ্টিগোচর হয়নি। যারা একথা প্রচার করছে, তাদের কাছে হাদীসের রেফারেন্স জিজ্ঞাসা করুন।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
 আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
				 
			 
			
