প্রশ্ন
আসসালামু আলাইকুম কেমন আছেন?আশা করি আল্লহর রহমতে ভালো আছেন।
আমি বাংলাদেশি বর্তমানে ফ্রানসে থাকি।
আমি গত এক বছর আগে এক আলজিরিয়ানকে বিয়ে করি।আমার বিবি অনেক আগে থেকে
খারাপ স্বপ্ন দেখে।স্বপ্নে শুধু কালো মানুশ।কালো কুকুর এই রকম অনেক
কিছু।সে ভাবে কেউ তাকে যাদু করেছে।এখন আমাদের বিয়ে হৈয়েচিলো বাংলাদেশ।
দেশে থাকা অবস্থায় সে বলেছিলো রকিয়া করতে। তা করতে পারিনি।
মনে হয় দুই বার তার গর্ভ নষ্ট হয়েছে। দুই বারের মধ্যে একবার শিউর। বিয়ে
করেছি এক বছরের এর বেশী এখনো আমাদের কোনো সন্তান হয় না। আমি প্রায় ৮
মাসের বেশী কোনো কাজ পাই না অনেক খানে চেষ্টা করেছি.. আমরা যে ঘরে থাকি
তাতে তেমন কোনো শান্তি নাই অনেক সমস্যা। এখন কি করবো।
আমার বিবি তার চিন্তা মাযে মধ্যে পালটে যায়।স্বপ্নে কালো মানুশটা অনেক
সময় স্বপ্নে দেখে আর বলে।
সে আমার বিবি কে ভালোবাসে। তারপর তার স্বপ্নের মধ্যে আমার চেহারা ধরে
বুঝাতে চায় আমি খারাপ।আমার সাথে না থাকতে। এখন কি করা যায়? সে তাবিজ কে
বিদয়াত বলে কিন্তু কুর্আন পাঠ করে যে রকিয়া করা হয় তাতে বিশ্বাস করে?এখন
কি করতে পারি আমাদের জন্য?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার উপরোক্ত বিবরণ শুনে আমরা যা বুঝতে পারলাম, তাহলো, আপনার স্ত্রীর উপর জিনের আছর আছে। এ থেকে মুক্তির জন্য প্রথমত বেশি বেশি করে আল্লাহর কাছে পানাহ চাওয়া। আর ভাল একজন দ্বীনদার কবিরাজের শরণাপন্ন হতে পারেন। যে করিবার কুরআনের আয়াত বা হাদীসের আলোকে কবিরাজী করে থাকেন। কোন প্রকার কুফরীর আশ্রয় না নেন। এমন কবিরাজের দ্বারস্ত হতে হবে।
আমরা কয়েকটি আমল বলে দিচ্ছি এসবও পালন করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
খারাপ স্বপ্ন থেকে বাঁচার আমল
لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
বাংলা উচ্চারণ-লাহুমুল বুশরা ফীল হায়াতিত দুনিয়া ওয়াফিল আখিরাতি লা-তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাউজুল আজীম।
সুরা ইউনূসের ৬৪ নং আয়াতটি লিখে তাবিজ দিয়ে গলায় লটকে দিবেন, বা ঘুমের আগে পড়বেন। ইনশাআল্লাহ খারাপ স্বপ্ন থেকে আল্লাহ তাআলা হিফাযত করবেন।
জিনের আছর থেকে রক্ষার আমল
বোতলের পানিতে প্রথমে সূরা ফাতিহা পড়বেন, তারপর আয়াতুল কুরসী পড়বেন, তারপর সূরা জিনের প্রথম পাঁচ আয়াত পড়বেন, তথা
قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا (1) يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَنْ نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا (2) وَأَنَّهُ تَعَالَى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا (3) وَأَنَّهُ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى اللَّهِ شَطَطًا (4) وَأَنَّا ظَنَنَّا أَنْ لَنْ تَقُولَ الْإِنْسُ وَالْجِنُّ عَلَى اللَّهِ كَذِبًا (5)
পর্যন্ত পড়বেন। তারপর সেই পানি আপনার স্ত্রীর মুখে ছিটিয়ে দিবেন।
আর ঘরকে মুক্ত করতে ঘরের প্রতিটি চারিদিকে ছিটিয়ে দিবেন ইনশাআল্লাহ এ সমস্যা আর হবে না।
তাছাড়া ঘুমের পূর্বে অবশ্যই চার কুল তথা সূরা কাফিরূন, সূরা ইখলাস ও সূরা ফালাক ও সূরা নাস পড়ে আপনার স্ত্রীকে বলবেন হাতের তালুতে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে নিতে। এভাবে তিনবার যেন করে। ইনশাআল্লাহ এতেও ফায়দা হবে ইনশাআল্লাহ।
তাছাড়া ঘুমের আগে যেন অবশ্যই সূরা হাশর পড়ে নেয়। সূরা হাশর পড়ে বুকে ফু দেয় এবং হাতে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে নেয়।
এ আমলগুলো করতে থাকুন। ইনশাআল্লাহ এ সমস্যা দূর হয়ে যাবে। আর একজন ভাল দ্বীনদার কবিরাজ সক্ষম হলে দেখান। আমরা দুআ করি, আল্লাহ তাআলা আপনার পেরেশানী দূর করে দিন। আপনার স্ত্রীকে সুস্থ্যতা দান করুন।নেক্কার সন্তানের জনক বানিয়ে দিন্ আমীন।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল- ahlehaqmedia2014@gmail.com
ভাই লুৎফুর রহমান ফরায়েজী । নিছের প্রশ্নটা email করছিলাম কিন্তু উওর পাইনাই ।
.যে সব বিষয়ে ঈমান রাখতে হয়, সে সব বিষয়ে যদি মনে ওয়াছ ওয়াছা দেখা দেয়, তখন কি আমল করণীয় । … এবং ওয়াছ ওয়াছা কি গুনাহ হয় ?
একটু অপেক্ষা করতে হবে ভাই। প্রশ্নের পাহাড় জমে আছে। লোকবলের অভাবে উত্তর দিতে দেরী হয়। ইনশাআল্লাহ উত্তর আসবেই। তবে একটু দেরী হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সীমাবদ্ধতা দূর করে দিন। আমীন।