প্রশ্ন
ব্যাঙ, গুইসাপ, কুঁচে বা কাঁকড়া ইত্যাদি খাওয়া বা বিক্রি করা আমাদের হানাফী মাযহাব অনুযায়ী জায়েজ আছে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
এস প্রাণী হানাফী মাযহাব অনুযায়ী জায়েজ নয়। যদি উল্লেখিত প্রাণীসমূহ কোন প্রয়োজনে যেমন ঔষধ হিসেবে বাহ্যিক ব্যবহারে উপকারী সাব্যস্ত হয় কিংবা গুইসাপের চামড়া কোন কাজে লাগে, তাহলে এ জীবিত প্রাণীগুলোর ক্রয়-বিক্রয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে।{ফাতাওয়া শামী-৬/৩০৮, ১/১৩৫, আলবাহরুর রায়েক-৬/৮০}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।